বন্ধ হয়ে যাচ্ছে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট, ডিসেম্বরে ভাতার টাকা পেতে চাইলে দ্রুত করান এই কাজ

ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিক স্থানে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ভাতা পেতে আধার লিঙ্ক সহ নয়া নিয়ম জারি।
Sayanita Chakraborty | Published : Nov 16, 2024 10:01 AM
110

খবরে এখন ট্যাব কেলেঙ্কারি। এই ট্যাব কেলেঙ্কারি সামনে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন।

210

ট্যাবের টাকা ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টের বদলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। যা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিয়েছেন তদন্তের নির্দেশ।

310

এই ট্যাব কেলেঙ্কারি সামনে আসতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের। এই ভাতার টাকা ঠিক স্থানে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

410

দুর্নীতি রুখতে এবার নয়া পদক্ষেপ নিল প্রশাসন। রাজ্য সরকার দিল বিশেষ নির্দেশ। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান তাদের এই কাজ করতে হবে।

510

দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। শোনা যাচ্ছে, এবার থেকে দেখা হবে যে অ্যাকাউন্টে ভাতার টাকা যাচ্ছে তাতে আধার লিঙ্ক করা কি না।

610

এরই সঙ্গে জমা দিতে হবে আপনার স্বাস্থ্য সাথী ও আধার কার্ডের জেরক্স। সঙ্গে দিতে হবে ব্যাঙ্কের পাস বই-র জেরক্স।

710

মমতা একাধিক প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে ১০০০ টাকা পান মা-বোনেরা।

810

কন্যাশ্রী, রুপশ্রী থেক তরুণের স্বপ্ন-র মতো নানান প্রকল্প আছে মমতা সরকারের। যার দরুন মোটা টাকা পান সাধারণ মানুষ।

910

এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে সতর্ক হন।

1010

অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos