ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই জেলা, একধাক্কায় কমবে ৪ ডিগ্রি! কবে, কোথায় বৃষ্টি হবে?

Published : Nov 15, 2024, 06:37 AM IST

আস্তে আস্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল হাওয়া অফিস। জানানো হল, এক ধাক্কায় রাজ্যের জেলাগুলির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে

PREV
19

দুর্গাপুজো থেকে কালীপুজো, এবার কোনও উৎসবেই শীতের দেখা মেলেনি। বরং রাজ্যবাসীকে ভাবিয়েছে বৃষ্টির চিন্তা।

29

নভেম্বরের প্রথম সপ্তাহেও তেমন ঠাণ্ডা পড়েনি বাংলায়। তবে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে শুরু করেছে।

39

হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আগামী মঙ্গলবার অবধি হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা নেই।

49

নভেম্বরের শুরুতে সেই অর্থে শীতের দাপট না দেখা গেলেও, গত কয়েকদিনে আবহাওয়া বদলেছে।

59

এই ৬ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। যদিও উত্তরবঙ্গের একটি জেলায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি ৭টি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাস।

69

শুক্রবার থেকে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোনও জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

79

ওই ৫ দিন প্রত্যেকটি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। স্রেফ রবিবার দার্জিলিংয়ের একটি অথবা দু’টি অংশে দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

89

একইসঙ্গে শীত নিয়েও আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, আগামী ৫ দিনে রাজ্যের প্রত্যেক জেলার রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমবে।

99

এর ফলে রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হবে। তাপমাত্রা কমার কথা বললেও, দক্ষিণবঙ্গ (South Bengal Weather) কিংবা উত্তরবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

click me!

Recommended Stories