আরসালানের বিরিয়ানি খাননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বেস্ট কোয়ালিটি সেইসাথে কোয়ান্টিটি সব ভোজন রসিকদের আকর্ষণ করে। পার্কসার্কাসের সাত মাথার মোড়েই আরসালানের মূল আউটলেট। পার্ক সার্কাস বাদে বাঘাযতীন, গড়িয়া, ডায়মন্ড হারবার, সন্তোষপুর সহ বিভিন্ন জায়গায় খোলা রয়েছে এই দোকান।