মাত্র ২৮ মিনিটেই আরজি করের নির্যাতিতাকে খুন আর ধর্ষণ! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর

মত্র ২৮ মিনিট! তারই মধ্যে ধর্ষণ আর খুন- দুটি ঘটনা ঘটেছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তেমনই দাবি করেছে সিবিআই চার্জশিট।

 

Saborni Mitra | Published : Oct 8, 2024 2:27 PM IST
110
আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট

আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট সিবিআই দখিল করেছিল সোমবার। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের।

210
চাঞ্চল্যকর দাবি

সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে মাত্র ২৮ মিনিটে খুন ও ধর্ষণের মত অপরাধ ঘটেছে।

310
চিকিৎসক খুন ও ধর্ষণ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল ৯ আগস্ট ভোট ৪টে ৩ মিনিট থেকে ভোর ৪টে ৩১ মিনিটের মধ্যে। মাত্র ২৮ মিনিটে।

410
দায়ী সঞ্জয়

সিবিআই যে চার্জশিট পেশ করেছিল সেখানে দাবি করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সেই গোটা ঘটানা ঘটিয়েছে বলেও চার্জশিটে দাবি সিবিআই-এর।

510
সিসিটিভি ফুটেজ

হাসপাতালের সিসিটিভিটি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে সেই তথ্য হাতে পেয়েছে। তাতেই অভিযুক্তের গতিবিধি দেখেই সিবিআই এই দাবি করেছে।

610
ট্রমা সেন্টারের সিসিটিভি ফুটেজ

সিবিআই সূত্রের খবর আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড ও ঘর্ষণের সময় নির্ধারণ করেছে।

710
সঞ্জয় দুবার গিয়েছিল

সিবিআই সূত্রের খবর সেই রাতে সঞ্জয় দুইবার গিয়েছিল ক্রাইমসিনে। এবার দিয়েই ২ মিনিটের মধ্যেই ফিরে গিয়েছিল। দ্বিতীয়বার যাওয়ার প্রায় আধঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে যায়।

810
সঞ্জয়কে চার্জশিট

মঙ্গলবার শিয়ালদহ কোর্টে সশরীরে হাজির করান হয়েছিল সঞ্জয় রায়কে। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় হত্যাকাণ্ডের প্রথম চার্জশিটের কপি।

910
সই করে সঞ্জয়

সিবিআই সূত্রের খবর চার্জশিটের কপি নিয়ে সই করে দেয় সঞ্জয় রায়। সে সেই সময় একটিও কথা বলেনি। কোনও প্রতিবাদও করেনি।

1010
সঞ্জয়ের বিরুদ্ধে ১০ অভিযোগ

সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১০টি অভিযোগও উল্লেখ করেছে চার্জশিটে। যাতে সঞ্জয়ের বিরুদ্ধেই অভিযোগ আরও দৃঢ়় হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos