Nabanna Holiday: আজ থেকে টানা ৩ দিনের ছুটি রাজ্যে! নয়া হলিডে লিস্ট ঘোষণা নবান্নের

Published : Jun 26, 2025, 11:09 AM ISTUpdated : Jun 27, 2025, 09:29 AM IST

জুন মাসের শেষ প্রায়। নবান্নের তরফে ছুটির তালিকা প্রকাশিত। তবে এবার ষোলআনা খুশির খবর বাংলার সরকারি কর্মীদের জন্য। খুশির খবর স্কুল পড়ুয়াদের জন্যও। শুক্রবার থেকে টানা ৩দিন ছুটি তাঁদের।

PREV
19

প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে।

29

তাইতো প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ্যে আসা মাত্রই সকলের ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায়।

49

রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য।

59

এবার টানা ৩দিনের ছুটির ঘোষণা করল নবান্ন।

69

জুন মাসেই এই ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

79

ক্যালেন্ডারে না থাকলেও এ বার সামনে আসছে আরও এক হলিডে। কবে, কারা পাবেন? জানুন বিস্তারে।

89

খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ ২৭ জুন রথযাত্রা উপলক্ষে ছুটি। অর্থাৎ ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে। এর পরে শনি, রবিবার ছুটি।

99

এরপর ৩০ জুন সোমবার অফিস থাকবে। পরের দিন মঙ্গলবার হাফ ডে ছুটি। অর্থাৎ শুক্রবার থেকেই ছুটির মেজাজে সরকারি কর্মচারীরা।

Read more Photos on
click me!

Recommended Stories