WB DA Hike Notice: সময়সীমা শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের বিজ্ঞপ্তি রাজ্যের, ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে বড় ঘোষণা

Published : Jun 26, 2025, 07:46 AM IST

WB Sixth Pay Commission: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ২৫ শতাংশ হারে মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য। কী রয়েছে রিপোর্টে? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
110
মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট। রাজ্যের তরফে প্রকাশিত হল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। 

210
ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট

রাজ্য সরকারের তরফে অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে প্রকাশ করল ষষ্ঠ  পে কমিশনের রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, রাজ্য সরকার তার কোষাগার অনুযায়ী ডিএ দিতে পারে। 

310
তহবিল অনুযায়ী ডিএ

রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স ও ডিএ-তেও সামান্য পরিবর্তন এসেছে বলে জানা গিয়েছে।

410
পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই

রাজ্য সরকারের অর্থ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারে নেতৃত্বে প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, কেন্দ্রের পে কমিশনের সুরৃপারিশ মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্য তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে।  

510
বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ

কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ অনেক দিনের। এর আগে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তা পঞ্চম পে কমিশনের অধীনে। আর এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের। 

610
ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট

জানা গিয়েছে, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে। সেই সময়ই বলা হয়েছিল যে, কেন্দ্রীয় পে কমিশনের নিয়ম মেনে ডিএ দেওয়ার দরকার নেই। পরে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে  কলকাতা হাইকোর্টে মামলা হয়। 

710
বকেয়া ডিএ নিয়ে আদালতের নির্দেশ

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন অর্থাৎ শুক্রবার শেষ হচ্ছে এই সময়সীমা। তার আগেই বুধবার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল নবান্ন। 

810
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পরিকল্পনা

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের আশা ঢিল যে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে। আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট থেকে  স্পষ্ট যে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা  নেই রাজ্যের।  

910
মানতে হবে না সর্বভারতীয় ভোক্তা মূল‍্য

অন্যদিকে এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘’কমিশন সুপারিশ করেছে রাজ্য সরকার সময়ে সময়ে, অর্থাৎ যখন তার আর্থিক সম্পদ উপলব্ধ হবে, তখন রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দেবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দরকার নেই। সর্বভারতীয় ভোক্তা মূল‍্য মেনে চলতে হবে না রাজ্য সরকারকে।'' 

1010
ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল?

যদিও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় মঙ্গলবারই বলেছেন যে, ‘’সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না  হলে ফের  নোটিস ই-মেইল করা  হবে রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিবকে। হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। এবং সাতদিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করা হবে।'' 

Read more Photos on
click me!

Recommended Stories