নবান্নের নয়া পরিষেবা! সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারবেন রাজ্যের মহিলারা? দেওয়া হল ফোন নম্বর!

Published : May 13, 2025, 10:32 AM IST

রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। জানেন কি এবার আরও এক সুবিধা চালু করা হল! সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারবেন রাজ্যের মহিলারা? দেওয়া হল ফোন নম্বর!

PREV
113

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করছে।

213

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এই প্রকল্পটি চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

413

নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছেন আরও পাঁচ লক্ষ মহিলা।

513

ডিসেম্বর মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়া শুরু হয়েছে।

613

ফলে, এখন এই প্রকল্পের আওতায় উপকৃত মহিলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ২১ লক্ষে।

713

মুখ্যমন্ত্রী জানান, এই নতুন উপভোক্তাদের সংযোজনের ফলে রাজ্য সরকারের খরচ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।

813

এর আগে, এই প্রকল্পে খরচ ছিল ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকায়।

913

প্রতি মাসে এই প্রকল্পগুলির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পান গ্রাহকরা। তবে এবার রাজ্য সরকার নয়া নিয়ম করেছে।

1013

মমতা জানান, একই পরিবারের সর্বোচ্চ কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তার উর্ধসীমা কিছু নেই। সরকারি বিধি অনুযায়ী সমস্ত শর্তাবলী মেনে কেউ যদি এই টাকা প্রাপ্তির যোগ্য হন, তাহলে পরিবারের পাঁচ, সাতজন বা যতজন মহিলা রয়েছেন, সকলেই ওই প্রকল্পের আওতায় টাকা পাবেন।

1113

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল, তখন বয়সীমা ছিল ২৫ বছর থেকে ৬০ বছর। এই বয়সের মধ্যেই মহিলারা ওই প্রকল্পের টাকা পেতে পারতেন।

1213

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফোন নম্বর- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও সমস্যা হলে তার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন মহিলারা।

1313

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফোন নম্বর- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও সমস্যা হলে তার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন মহিলারা। ৯১৩৭০৯ ১৩৭০ নম্বরে করতে হবে ফোন। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টার মধ্যে ফোন করলে, এই সংক্রান্ত প্রকল্প নিয়ে যেকোনও কিছু জানা যেতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories