মেলেনি মেয়ের মৃত্যুর সুবিচার, নবান্ন অভিযানে সামিল তামান্নার মা-বাবা

Published : Aug 09, 2025, 12:58 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nabanna Abhiyan: নবান্ন অভিযান ঠেকাতে একদিকে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে অভয়ার পরিবারের সঙ্গে আজ মিছিলে পা মেলাবেন নদীয়ার তামান্নার পরিবার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Nabanna Abhiyan: এবার কাদম্বিনী বিচারের দাবিতে নবান্ন অভিযানে পা মেলাতে কলকাতায় নদীয়ার কালীগঞ্জের মৃত নাবালিকা তামান্নার মা ও বাবা। জানা গিয়েছে, কালীগঞ্জে গত উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হয়, বছর দশের তামান্না খাতুনের। অভিযোগ, সেই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জন অভিযুক্ত এর মধ্যে মাত্র ১০ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

সূত্রের খবর, এখনও অভিযুক্ত অধরা ১৪ জন। সদ্য মেয়ে হারানোর যন্ত্রণা নিয়ে এবার কাদম্বিনী বিচারের দাবিতে নবান্ন অভিযানে পা মেলাতে এসেছেন তামান্নার মা ও বাবা। শুধু তাই নয়, এদিন মিছিলে যোগ দেওয়ার আগে স্টেশন চত্বরে  ট্রেনে থাকা যাত্রীদের হাতে রাখি বেঁধে দেন তামান্নার মা। মেয়ের ছবি বুকে নিয়ে বিচারের দাবিতে নবান্ন অভিযানে যাচ্ছেন পলাশী থেকে ট্রেনে করে তামান্নার মা ও বাবা এছাড়াও এলাকার একাধিক মানুষ আজ নবান্ন অভিযানে সামিল হবেন।

অন্যদিকে, RG Karকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই কারণেই RG Kar-কাণ্ডের বার্ষীকেতে পথে নামছে নির্যাতিতার পরিবার। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার বাবা ও মা। কিন্তু তার পূর্বেই নির্যাতিতার বাবা রীতিমত বিস্ফোরক মন্তব্য করেন। নিহত চিকিৎসক তরুণীর মাও তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

নির্যাতিতার বাবা বলেছেন, তাঁর মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতদর, সকলেই দায়ী। তিনি বলেন, 'যতিও ব্যারিকেড করুন আমরা নবান্নে পৌঁছে যাব। ' তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'রাস্তায় দেখা হলেও প্রতিবেশীরা কথা বলেনন না। বাজারে কোনও জিনিস কিনতে গেলে বিক্রেতা দশবার ভাবেন বিক্রি করবেন কিনা! এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।' রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন নির্যাতিতার বাবা।

শুধু তাই নয়, নির্যাতিতার মা বলেছেন, ' আজও প্রতিরাতে মেয়ের কান্না শুনতে পাই। ' এভাবেই মেয়ের মৃত্যুর প্রথম বার্ষীকিতে চোখের জল ফেললেন RG Kar-এর নির্যাতিতার মা। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBIকে অপদার্থ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'তদন্তের নামে সার্কাস চলছে। তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ।'

নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানে রাজ্যের একাধিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন সমর্থন জানিয়েছেন। বেলা ১২টায় শুরু হওয়ার কথা নবান্ন অভিযানের। কিন্তু তার প্রায় এক ঘণ্টা া আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। প্রায় দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্ন ঘিরে রেখেছে কয়েকশ পুলিশ কর্মী।

এছাড়াও আজ অভয়ার স্মৃতিতে ন্যায় বিচার পেতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার মা-বাবা। সেই উদ্যোগকে সমর্থন জানাতে এবং পশ্চিমবঙ্গকে নারীদের জন্য সুরক্ষিত করতে বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসছেন বিজেপি সমর্থকরা। কোনও রকম দলীয় পতাকা ছাড়াই নদীয়ার শান্তিপুর থেকে শান্তিপুর-শিয়ালদহ লোকালে মিছিল করে বাঙালি নারীকে রক্ষা করতে এগিয়ে আসছেন বিজেপি সমর্থকরা। বিপুল আন্দোলনকারী এসেছেন এখানে। আন্দোলনের মুখ নবান্নমুখি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?