পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব, মনোজের ছেড়ে যাওয়া পদে নন্দিনী চক্রবর্তী

Published : Jan 01, 2026, 05:05 PM IST

WB New Chief Secretary: নতুন বছরের শুরুতেই নতুন মুখ্যসচিব পেলো রাজ্যবাসী। মনোজের স্থলাভিষিক্ত হলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। দেখুন ফটো গ্যালারিতে। 

PREV
15
রাজ্যের নতুন মুখ্যসচিব

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী এত দিন স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর হাতে থাকা তিন দফতরের দায়িত্ব। ফলে নতুন বছরে রাজ্যে নিয়োগ নতুন মুখ্যসচিব। তাও আবার প্রথম মহিলা সচিব। 

25
মনোজের ছেড়ে যাওয়া দায়িত্বে নন্দিনী চক্রবর্তী

১ জানুয়ারি থেকে রাজ্যের মুখ্যসচিব পদে বসবেন নন্দিনী এবং স্বরাষ্ট্রসচিব পদে জগদীশ। চলতি বছর ৩০ জুন বিদায়ী মুখ্যসচিব পন্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সেই মেয়াদ ছ’মাস বাড়িয়ে দেয়। সেই ছ’মাসের মেয়াদকাল শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর, বুধবার। বুধবার রাতেই প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দফতর বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়োগের কথা জানিয়ে দিল।

35
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব

নবান্ন সূত্রে খবর, মনোজ পন্থের মেয়াদ ফুরিয়েছে আগেই। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। গত ৬ মাস ধরে সেই বর্ধিত মেয়াদে মুখ‍্যসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বুধবার ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হয়। ভোটের আগে তাঁর আরও ৬ মাসের জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন করে দিল্লিতে ডিওপিটি-তে পাঠানো হয়েছিল। পরে তা খারিজ হয়ে যায়। ফলে নতুন বছরের শুরুতে রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। 

45
কে এই নন্দিনী চক্রবর্তী

১৯৯৪ সালের ক‍্যাডারের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। তাঁকে মুখ্যসচিব করে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদে দায়িত্ব পান নন্দিনী চক্রবর্তী। পরে সি ভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর নন্দিনীকে নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত তৈরি হয়। যদিও তাতেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন নন্দিনী চক্রবর্তী।

55
নতুন দায়িত্বে মনোজ পন্থও

এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে সচিব পদে দায়িত্ব সামলেছেন নন্দিনী। রাজভবনেও কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি। এবার সেই নন্দিনী চক্রবর্তীই হচ্ছেন মুখ্যসচিব। আর মনোজ পন্থকে করা হল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হলেন মনোজ পন্থ। 

Read more Photos on
click me!

Recommended Stories