নববর্ষের আগে রাজ্যকে উপহার মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বইয়ের

বুধবার এই বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পর্যটন শিল্পের উন্নতির প্রসংসাও করেন তিনি।

Web Desk - ANB | Published : Apr 5, 2023 2:05 PM IST

নববর্ষের আগে রাজ্যকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর। পয়েলা বৈশাখের আগেই নিজের নতুন বইয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। এবার বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে তিনি লিখেছে 'ওয়েস্ট বেঙ্গল, মাই এলডোরাডো নামের বই। বাংলার বিভিন্ন ছোট বড় পর্যটনকেন্দ্রগুলিকে নিয়েই এই নতুন বই। এর আগেও মুখ্যমন্ত্রী একশোরও বেশি বই প্রকাশিত হয়েছে। এই বছর বইমেলাই প্রকাশিত হয়েছে ছ'টি বই। তার কয়েকমাসের মধ্যেই প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি বই। বুধবার এই বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পর্যটন শিল্পের উন্নতির প্রসংসাও করেন তিনি।

বুধবার নিজের বই প্রকাশের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমার বই প্রকাশিত হয় দীর্ঘদিন ধরেই। আমরা অনেক সামাজিক অনুষ্ঠান করি।' পাশাপাশি দিঘার মন্দিরের কথাও বলেন তিনি। মমতার কথায়,'পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরি হয়ে গেলে আগামী ১০ হাজার বছর টিকে থাকবে।' দিঘার সৌন্দর্যায়ন নিয়ে বললেন,'দিঘায় আজ দারুণ উন্নতি হয়েছে। নতুন নতুন হোটেল হোমস্টে হচ্ছে। নয়া বিচ হয়েছে। খুব শীঘ্রই ঢেউ সাগর ও সূর্য সাগর বিচের উদ্বোধন হবে। দিঘায় এখন প্রচুর মানুষ আসেন। মানুষের কাজের অভাব নেই। বাংলায় উন্নয়নের কাজ চলছে৷'

Latest Videos

এই বছর বইমেলায় কী কী বই প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP