বুধবার এই বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পর্যটন শিল্পের উন্নতির প্রসংসাও করেন তিনি।
নববর্ষের আগে রাজ্যকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর। পয়েলা বৈশাখের আগেই নিজের নতুন বইয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। এবার বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে তিনি লিখেছে 'ওয়েস্ট বেঙ্গল, মাই এলডোরাডো নামের বই। বাংলার বিভিন্ন ছোট বড় পর্যটনকেন্দ্রগুলিকে নিয়েই এই নতুন বই। এর আগেও মুখ্যমন্ত্রী একশোরও বেশি বই প্রকাশিত হয়েছে। এই বছর বইমেলাই প্রকাশিত হয়েছে ছ'টি বই। তার কয়েকমাসের মধ্যেই প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি বই। বুধবার এই বই উদ্বোধনের অনুষ্ঠানে এসে বাংলার পর্যটন কেন্দ্র নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় পর্যটন শিল্পের উন্নতির প্রসংসাও করেন তিনি।
বুধবার নিজের বই প্রকাশের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমার বই প্রকাশিত হয় দীর্ঘদিন ধরেই। আমরা অনেক সামাজিক অনুষ্ঠান করি।' পাশাপাশি দিঘার মন্দিরের কথাও বলেন তিনি। মমতার কথায়,'পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরি হয়ে গেলে আগামী ১০ হাজার বছর টিকে থাকবে।' দিঘার সৌন্দর্যায়ন নিয়ে বললেন,'দিঘায় আজ দারুণ উন্নতি হয়েছে। নতুন নতুন হোটেল হোমস্টে হচ্ছে। নয়া বিচ হয়েছে। খুব শীঘ্রই ঢেউ সাগর ও সূর্য সাগর বিচের উদ্বোধন হবে। দিঘায় এখন প্রচুর মানুষ আসেন। মানুষের কাজের অভাব নেই। বাংলায় উন্নয়নের কাজ চলছে৷'
এই বছর বইমেলায় কী কী বই প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের?