ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রতারণা, ব্যালেন্স চেক করতে গেলেই চরম বিপদ!

ঠিক যেন চোর-পুলিশ খেলা! সাধারণ মানুষ প্রতারকদের কবল থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করছেন ততই প্রতারকরা নিত্যনতুন উপায় খুঁজে বের করছে।

প্রথমেই টাকা ছিনিয়ে নেওয়া নয়। টাকা দিয়ে তারপর বড় দাঁও মারা। এটাই এখন প্রতারকদের নতুন চাল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর কৌশলে সেই অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। কিছু না জেনেই এই ফাঁদে পা দিয়ে পা দিয়ে ফেলছেন অসংখ্য সাধারণ মানুষ। তাঁরা ভাবছেন, কেউ ভুল করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। অনেকে আবার ভাবছেন, ভুয়ো মেসেজ এসেছে। এই ভাবনা থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাপে গিয়ে ব্যালেন্স চেক করছেন অনেকে। ঠিক এই মুহূর্তের অপেক্ষায় থাকছে প্রতারকরা। তারা নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে।

কীভাবে এই প্রতারণা হচ্ছে?

Latest Videos

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নতুন প্রতারণার নাম 'জাম্পড ডিপোজিট স্ক্যাম'। ইউপিআই অ্যাপ বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা পাঠাচ্ছে প্রতারকরা। একইসঙ্গে তারা উইথড্রল রিকোয়েস্টও পাঠিয়ে রাখছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলে সবাই খুশি হন। কে টাকা পাঠাল, সেটা দেখার পাশাপাশি অনেকেই সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন। ব্যালেন্স চেক করতে গিয়ে ইউপিআই অ্যাপ বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে পিন দিতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তি পিন টাইপ করলেই উইথড্রল রিকোয়েস্ট কাজে লাগিয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে শুরু করে প্রতারকরা। ইতিমধ্যেই অনেকে এই প্রতারণার শিকার হয়েছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে বলে খুশি হলেও, কিছুক্ষণের মধ্যেই মাথায় হাত দিয়ে বসে পড়তে হচ্ছে।

প্রতারণার জাল থেকে বাঁচার উপায় কী?

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অজানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলে সেই মুহূর্তেই ব্যালেন্স চেক করা উচিত নয়। কয়েক ঘণ্টা অপেক্ষা করা উচিত। প্রথমবার জেনেশুনে ভুল পিন টাইপ করা উচিত। তাহলে উইথড্রল রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে। তখন আর প্রতারকদের পক্ষে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া সম্ভব হবে না। তবে সবচেয়ে ভালো হয়, যেদিন অজানা উৎস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তার ২৪ ঘণ্টা পরে ব্যালেন্স চেক করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৪৫০ কোটি টাকার চিটফান্ড প্রতারণা, শুবমান গিল, সাই সুদর্শনদের পাঠানো হচ্ছে সমন

টাকা গুণতে মেশিন! লটারি প্রতারণা মামলায় খাস কলকাতায় বড় সাফল্যের মুখ দেখল ইডি

'ডিজিটাল অ্যারেস্ট' নিয়ে সতর্ক করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন এই প্রতারণা এড়ানোর সহজ উপায়

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!