ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেছে নানান ভাতা।
রাজ্যের বৃদ্ধ থেকে পড়ুয়া সকলের জন্য ভাতা দিচ্ছে মমতা সরকার। এই সকল ভাতা পাচ্ছেন কোটি কোটি রাজ্যবাসী।
রাজ্যে চালু আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প।
এরাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সীদের জন্য এই ভাতা।
মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে পান। তপশিলি মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা করে।
এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। এপ্রিল থেকে লাগু হচ্ছে নয়া নির্দেশিক।
যে অ্যাকাউন্টে আপনার ভাতার টাকা ঢোকে তা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তা না হলে বাতিল হবে ভাতা।
যে অ্যাকাউন্টে আপনার ভাতার টাকা ঢোকে তাতে আধার লিঙ্ক করা থাকতে হবে। না হলে মিলবে না টাকা।
যে অ্যাকাউন্টে আপনার ভাতার টাকা ঢোকে তা KYC জমা দিতেহবে। তা না হলে বাতিল হবে ভাতা।
সব মিলিয়ে কপাল পুড়তে চলেছে বেশ কিছু সংখ্যক মহিলার। এই নিয়ম চালু হলে সত্যিই বাদ যাবে বহু অ্যাকাউন্ট।
Sayanita Chakraborty