সিসিটিভি ফুটেজে মর্মান্তিক ছবি! শয্যাশায়ী বৃদ্ধাকে বেধড়ক মার কর্তব্যরত আয়ার, বাগুইআটির ঘটনায় গ্রেফতার

Published : Sep 23, 2023, 02:01 PM ISTUpdated : Sep 23, 2023, 02:31 PM IST
CCTV News

সংক্ষিপ্ত

যে ঘরে বৃদ্ধা থাকতেন, সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। বৃদ্ধার মৃত্যুর পর ১৯ সেপ্টেম্বর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁর পরিবারের সদস্যেরা।

সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক ছবি। আয়ার হাতে মার খেয়ে প্রাণ দিতে হল শয্যাশায়ী বৃদ্ধাকে। কলকাতার বাগুইআটির এক আবাসনের ঘটনা। বৃদ্ধার পরিবার তাঁকে দেখাশোনার জন্য ওই আয়াকে রেখেছিল। রাতে ঘুমের ব্যাঘাত হওয়ায় ওই বৃদ্ধাকে আয়া মারধর করে বলে অভিযোগ। মারধরের দৃশ্য ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের দ্বারস্থ হয় বৃদ্ধার পরিবার। তার পরেই অভিযুক্ত আয়াকে গ্রেফতার করা হয়।

শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, বিছানায় শয্যাশায়ী বৃদ্ধা। তাঁর সামনে টিভি চলছে। ঘরের এক কোণে মেঝেয় শুয়ে ছিলেন আয়া। হঠাৎ তিনি উঠে এসে বৃদ্ধার মুখে আঘাত করেন। আবার কখনও বৃদ্ধার মুখ চেপে ধরছেন। তব এই ভিডিওর সত্যতা জানা যায়নি। তবে ফুটেজ দেখে রীতিমত আতঙ্কিত পরিবারের লোকেরা। আয়ার এই ভূমিকাতে ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। 

পুলিশ জানিয়েছে, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা বেশ কয়েক মাস ধরেই শয্যাশায়ী। গত ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। বৃদ্ধার পরিচর্যার জন্য আয়া রেখেছিল তাঁর পরিবার। যে ঘরে বৃদ্ধা থাকতেন, সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। বৃদ্ধার মৃত্যুর পর ১৯ সেপ্টেম্বর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁর পরিবারের সদস্যেরা। সেখানেই আচমকা দেখা যায় এই দৃশ্য, যেখানে ওই বৃদ্ধাকে রীতিমত মারধর করছেন আয়া। রাতের ঘুম ভেঙে যেতেই এই আচরণ বলে জানাচ্ছে পুলিশ। তবে যেখানে রাতে ওই বৃদ্ধার পরিচর্যার জন্যই রাখা হয়েছে ওই আয়াকে সেখানে এই ধরণের বর্বর আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। 

বৃদ্ধার মৃত্যুর জন্য ওই আয়ার আচরণকেই দায়ী করা হচ্ছে। এরপরেই পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়ে গোটা ঘটনা খুলে বলেন তাঁরা। আয়ার যথাযোগ্য শাস্তির দাবিও করা হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বাগুইআটি থানার পুলিশ। অভিযুক্ত আয়ার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

পশ্চিমবঙ্গে কোনো ভোট নিরামিষ হয় না, বড় দাবি করে আর কী বললেন শমীক ভট্টাচার্য? দেখুন
ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা BJP রাজ্য সভাপতি শমীকের, কী দাবি?