কসবা কাণ্ডে আসল অপরাধী কে? মনোজিৎয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের

Published : Aug 14, 2025, 12:37 PM ISTUpdated : Aug 14, 2025, 12:38 PM IST
FIRs have been filed against Manojit Mishra  main accused in the rape case of a student at Kasba Law College multiple times in past

সংক্ষিপ্ত

Kasba Crime News: কসবা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কারা প্রকৃত দোষী? জানতে এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Kasba Crime News: কসবা গণধর্ষণ কাণ্ডে নতুন অগ্রগতি। আদালতের নির্দেশে সংশোধনাগারে গিয়ে সিএফএসএল বিশেষজ্ঞরা মামলার তিনজন এফআইআরভুক্ত অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন। জানা গিয়েছে, বিচারপতির আদেশ অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, কণ্ঠস্বরের এই নমুনা মামলার প্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আগামী সপ্তাহে আদালতে চার্জশিট দিতে পারে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, ওই ঘটনায় ধৃত চার জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে কিনা, সে বিষয়ে পুলিশকর্তারা সিদ্ধান্ত না নিলেও গণধর্ষণের মূল চক্রী হিসাবে দেখানো হতে পারে ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্রকে। উল্লেখ্য, নতুন চালু হওয়া বিএনএসএসের নিয়ম অনুযায়ী, গ্রেফতারির পরে ৬০ দিনের মধ্যে চার্জশিট দিতে হয় পুলিশকে। তাই আগামী সপ্তাহের শেষ দিকের মধ্যে ওই চার্জশিট দিতেই হবে তদন্তকারীদের।

এ দিকে, বুধবারই প্রেসিডেন্সি জেল থেকে ওই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। গত রবিবার মনোজিতের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিলেন তদন্তকারী অফিসারেরা। আদালত সূত্রের খবর, তদন্তে নেমে তদন্তকারী দল বেশ কিছু অডিয়ো ক্লিপিংস পায়। যাতে হুমকি থেকে শুরু করে বিভিন্ন বিষয় রয়েছে। সেই ক্লিপিংসের কন্ঠস্বরের সঙ্গে অভিযুক্তের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। রাতে লালবাজার জানায়, মনোজিৎ ছাড়াও বাকি দুই অভিযুক্ত, প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদের কন্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। প্রথমে রাজি না হলেও বিকেলে তারা কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হয়।

গত ২৪ জুন কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে সেখানকারই প্রাক্তনী মনোজিৎ এবং দুই বর্তমান পড়ুয়া জ়ইব ও প্রমিতের বিরুদ্ধে। পরের দিন নির্যাতিতার তরফে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। পরে ধরা হয় কলেজের নিরাপত্তারক্ষীকেও। উল্লেখ্য, নিরাপত্তারক্ষীর ঘরেই ওই গণধর্ষণের ঘটনা ঘটেছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর