উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। বছর শেষে সুখবর দিল শিক্ষা দফতর। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়তি সময় দেওয়া হল। বোর্ড সভাপতি এ প্রসঙ্গে নয়া বিজ্ঞপ্তি জারি করেছেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদ আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিবদ্ধ করার সময় বাড়িয়ে দিল। প্রকাশ্যে এল নতুন বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, ২১ ডিসেম্হর পর্যন্ত পরীক্ষার্থীরা কোনও জরিমানা ছাড়াই অনলাইনে নাম নথিবদ্ধ করতে পারবে।
বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার পর্যন্ত কোনও জরিমানা ছাড়া পরীক্ষার্থারী নাম নথিভুক্ত করতে পারবেন। কারণ নানা কারণে এখনও অনেক পরীক্ষার্থারী নাম নথিভুক্ত করতে পারেননি। তাদের সুবিধার জন্য বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নেওয়া হল সিদ্ধান্ত।
এবার আর সমস্যায় পড়তে হবে না ছাত্র ছাত্রীদের। আরও বাড়তি দিন দেওয়া হল তাদের। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হল। এবার অনলাইনে তারা নাম নথিভূক্ত করতে পারবেন। কোনও জরিমানা ছাড়াই অনলাইনে নাম নথিবদ্ধ করতে পারবে।
এদিকে উচ্চমাধ্যমিক প্রশ্ন ফাঁদ রুখতে নয়া উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। এতদিন পরীক্ষা শুরুব আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘর খোলা হত। এবার থেকে তা একাবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র ছাত্রীদের সামনে খোলা হবে। চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।