২০২৫-এ বিশাল কর্মসংস্থান, Walk in interview দিয়ে মিলবে চাকরি, শুরু হচ্ছে মমতা সরকার আয়োজিত চাকরির মেলা

Published : Dec 16, 2024, 09:06 PM IST
Job

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চাকরির মেলা ২০২৪ অনুষ্ঠিত হবে। ৩০ টির বেশি সংস্থা অংশগ্রহণ করবে এবং walk-in interview এর মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হবে।

এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে চাকরির মেলা। চাকরির মেলা ২০২৪-র মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করার চেষ্টা চলছে। ফ্রিতে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে মানুষ এখানে এসে চাকরির জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে।

চাকরির মেলা শুরু হচ্ছে ২ জানুয়ারি থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ৩০টি সংস্থা আসবে মেলায়। সেখানে ইন্টারভিউ নেওয়া হবে যুবক যুবতীদের। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সরাসরি চাকরির সুযোগ পাবেন। ফ্রেশার থেকে অভিজ্ঞ- সকলে আবেদন করতে পারেন। চাকরির মেলায় ওরিয়েন্টেশন সেশন ও ওয়ার্কশপের ব্যবস্থা থাকবে। ময়দান ও পার্ক সার্কাসের নিকট হবে এই মেলা।

চাকরির মেলায় আবেদন করা যাবে অনলাইলে। ৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নেওয়া হবে আবেদন। কীভাবে আবেদন করবেন জেনে নিন।

সবার আগে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ওয়েবসাইটে যান। সেখানে Application for milan utsav 2025 events-এ ক্লিক করুন। এবার apply for job fair 2025- অপশন বেছে নিন। আপনার মোবাইল নম্বর দিন। সাবনিট করলে আপনার ওটিপি আসবে। এরপর আসবে ফর্ম। তাতে আপনর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও সব তথ্য দিন। এবার আপনার বায়োডাটা আপলোড করুন। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, বায়োডাটা, আইডেনটিটি প্রুফ দিতে হবে। বিস্তারিত জানতে আপবেন এই ওয়েব সাইটে। 

এবার ২০২৫-এ বিশাল কর্মসংস্থান। Walk in interview দিয়ে মিলবে চাকরি। ২ জানুয়ারি থেকে শুরু মমতা সরকার আয়োজিত চাকরির মেলা। তাই দেরি না করে আবেদন করুন। 

 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে