২০২৫-এ বিশাল কর্মসংস্থান, Walk in interview দিয়ে মিলবে চাকরি, শুরু হচ্ছে মমতা সরকার আয়োজিত চাকরির মেলা

পশ্চিমবঙ্গে ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চাকরির মেলা ২০২৪ অনুষ্ঠিত হবে। ৩০ টির বেশি সংস্থা অংশগ্রহণ করবে এবং walk-in interview এর মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হবে।

এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে চাকরির মেলা। চাকরির মেলা ২০২৪-র মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করার চেষ্টা চলছে। ফ্রিতে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে মানুষ এখানে এসে চাকরির জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে।

চাকরির মেলা শুরু হচ্ছে ২ জানুয়ারি থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ৩০টি সংস্থা আসবে মেলায়। সেখানে ইন্টারভিউ নেওয়া হবে যুবক যুবতীদের। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সরাসরি চাকরির সুযোগ পাবেন। ফ্রেশার থেকে অভিজ্ঞ- সকলে আবেদন করতে পারেন। চাকরির মেলায় ওরিয়েন্টেশন সেশন ও ওয়ার্কশপের ব্যবস্থা থাকবে। ময়দান ও পার্ক সার্কাসের নিকট হবে এই মেলা।

Latest Videos

চাকরির মেলায় আবেদন করা যাবে অনলাইলে। ৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নেওয়া হবে আবেদন। কীভাবে আবেদন করবেন জেনে নিন।

সবার আগে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ওয়েবসাইটে যান। সেখানে Application for milan utsav 2025 events-এ ক্লিক করুন। এবার apply for job fair 2025- অপশন বেছে নিন। আপনার মোবাইল নম্বর দিন। সাবনিট করলে আপনার ওটিপি আসবে। এরপর আসবে ফর্ম। তাতে আপনর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও সব তথ্য দিন। এবার আপনার বায়োডাটা আপলোড করুন। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, বায়োডাটা, আইডেনটিটি প্রুফ দিতে হবে। বিস্তারিত জানতে আপবেন এই ওয়েব সাইটে। 

এবার ২০২৫-এ বিশাল কর্মসংস্থান। Walk in interview দিয়ে মিলবে চাকরি। ২ জানুয়ারি থেকে শুরু মমতা সরকার আয়োজিত চাকরির মেলা। তাই দেরি না করে আবেদন করুন। 

 

Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP