Suvendu On DA Hike: 'সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আটকাতে কোটি-কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার', মমতাকে নিয়ে একী বললেন শুভেন্দু?

Published : May 17, 2025, 01:05 PM ISTUpdated : May 17, 2025, 01:07 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu on DA News: দীর্ঘ টালবাহনার পর অবশেষে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ নিয়ে বড় ঘোষণা শীর্ষ আদালতের। এই বিষয়ে কী বললেন শুভেন্দু অধিকারী? জানুন বিশদে… 

Suvendu on DA News: দীর্ঘ টালবাহানার শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে নবান্নকে। এই দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার DA বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কী অভিযোগ শুভেন্দুর (Suvendu on DA News):- 

সুপ্রিম নির্দেশে চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হতেই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (tmc news) সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার অধিকার আটকাতে ২০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য।

তিনি আরও জানান, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল বলেই ২০২০ সালের জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশন ঘোষণা করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। তিনি বলেন, ''এই টাকা থাকলে রাজ্যে আজ ১০টি নতুন হাসপাতাল তৈরি হয়ে যেত। ১০০টি হাসপাতালে MRI মেশিন বসানো যেত। অথচ রাজ্য সরকার সেসব না করে সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর চেষ্টা চালিয়ে গিয়েছে।''

তবে শুধু বর্তমান শাসক শিবিরকেই নয়, এই বিষয়ে বামেদের কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বামেদের বিঁধে বলেন, ''আমরা বামেদের মতোন সেটিং অপজিশন নয়। আমরা জানি কীভাবে মানুষের অধিকার ছিনিয়ে আনতে হয়। তাই শুরু থেকেই কর্মচারীদের দাবির সঙ্গে আমরা নৈতিক সমর্থন জানিয়েছিলাম।''

DA বৃদ্ধি নিয়ে সুপ্রিম রায়ে কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর (Suvendu on DA News):-

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা আরও বলেন, ''কর্মচারীদের এই জয়ে আমরা দুটো দিক থেকে খুশি। এক কর্মচারীদের অধিকার রক্ষা হল। দুই, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী স্বীকার করে নিয়েছেন যে, রাজ্যের কোষাগার শূন্য। অর্থাৎ রাজ্যের ভাঁড়ে মা ভবানী হালটা স্পষ্ট হয়ে গেল।''

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে নবান্নকে। এই দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে ৫৫% হারি ডিএ পান। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পান। 

ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে সময়ই মমতা বন্দ্যোপাধ্য়য় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সরকরি কর্মীদের ডিএ-র ফারাক অনেকটই। বর্তমানে ৩৭% ডিএ-র ফারাক রয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সরকরি কর্মীদের ডিএ-র ফারাক অনেকটই। বর্তমানে ৩৭% ডিএ-র ফারাক রয়েছে। সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানিতে রাজ্য সরকারকে ৫০% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মুনু সিংভি বলেছেন রাজ্যের আর্থিক সমস্যা রটেছে। বিপুল পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের