Weather Update: আজ থেকেই শুরু হবে বৃষ্টির তাণ্ডব! ৪টি জেলায় জারি করা হল অরেঞ্জ অ্যালার্ট

দিন কয়েক ধরেই বৃষ্টি কম হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। তবে এবার গরম কমবে আর টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি তুফান তুলবে রাজ্যের একাধিক জেলায়।

Parna Sengupta | Published : Aug 16, 2024 7:13 PM IST

110

দিন দুয়েক ধরে আকাশ মেঘে ঢাকা থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ কমেনি। বরং দিন কয়েক ধরেই বৃষ্টি কম হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ।

210

টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে তুফান উঠবে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update) এমনই জানানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

310

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গঙ্গানগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব দক্ষিণ-পূর্ব থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত।

410

এছাড়াও একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার তৈরি হয়েছে।

510

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৭ আগস্ট অর্থাৎ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

610

শনিবার অর্থাৎ ১৭ আগস্ট ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই চার জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

710

অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া জেলার জন্য। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

810

৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতে শনিবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

910

রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010

উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos