আরজি কর হাসপাতালে তাণ্ডব তথ্য লোপাটের উদ্দেশ্যে? তেমনই দাবি আন্দোলনকারীদের

বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভয়াবহ ভাঙচুর চালানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক এবং আবাসিক নার্সদের ধারণা, তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এই হামলা। হামলাকারীরা হাসপাতালের ফোর্থ ফ্লোরে তাণ্ডব চালায় এবং সেখান থেকে একটি তরুণীর দেহ উদ্ধার করা হয়।
Saborni Mitra | Published : Aug 16, 2024 7:12 AM IST
110
আরজি কর হাতপাতালে ভাঙচুর

বুধবারের হামলায় প্রায় তছনছ আরজি কর হাসপাতালের বিস্তীর্ণ অংশ। চার তলায় উঠে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। সেখানে ইএনটি বিভাগ।

210
তরুণীর দেহ উদ্ধার ফোর্থ ফ্লোরে

হাসপাতালের চিকিৎসক , আবাসিক নার্সরা জানিয়েছে, তিন তলা অর্থাৎ ফোর্থফ্লোরের সেমিনার হলে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। ফোর্থ ফ্লোরকেও চারতলা ভেবে ভাঙচুর চালান হয়েছে।

310
নিহতের ঘনিষ্টদের অনুমান

তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই বুধবার রাতে হাসপাতালে হামলা চালান হয়েছে। দুষ্কৃতীদের বুঝতে ভুল হয়েছে তিন তলা না চার তলায় সেমিনার হল। তাই বেঁচে গেছে কিছুটা তথ্য প্রমাণ। না হলেও সর্বনাশ হয়ে যেত।

410
হাসপাতালের বিপর্যস্ত ছবি

শুক্রবার সকালে হাসপাতালের তাণ্ডব ক্ষেত্রের ছবিটা তেমন বদলায়নি। সেবা কর্মীদের কথায়, ভূমিকম্প বা বোমা বিস্ফোরণ হলে যেমনটা হয় তেমনই লন্ডভন্ড হাসপাতালের একাংশ।

510
হাসপাতাল ধ্বংসস্তূপ

মেঝেতে ছড়িয়ে অজস্র কাচের টুকরো। রোগীর শয্যা উল্টে পড়ে রয়েছে। জীবনদায়ী ওষুধ, ইঞ্জেকশন রাখার ফ্রিজ ভাঙাচোরা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আধ-ভাঙা ভেন্টিলেশন যন্ত্র থেকে কার্ডিয়াক মনিটর।

610
হাসপাতালে ভাঙচুর

তাণ্ডবকারীরা দাপট দেখিয়ে ভেঙে দিয়ে গেছে হাসপাতালে কোল্যাপসিবল গেটটা পর্যন্ত। ভাঙচুর করা হয়েছে কাচের দরজা। উল্টে পড়ে রয়েছে পুলিশ গুমটি পর্যন্ত।

710
ভয় দেখানো হচ্ছে

স্নাতকোত্তর স্তরের চিকিৎসক-পড়ুয়াদের অভিযোগ, আতঙ্কে রয়েছেন তারা। হুমকি ও ভয় দেখান হচ্ছে। আন্দোলনকারীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের সাফ কথা- হামলা চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

810
সিবিআই তদন্ত

অন্যদিকে সিবিআই খতিয়ে দেখছে, তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখছে।

910
সঞ্জয় রায়ের বয়ান

সিবিআই সূত্রের খবর, সঞ্জয়ের বয়ানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। সেটা ধরেই তারা এগিয়ে যাচ্ছে।

1010
বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি করে সিবিআই

সিবিআই কর্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে।

Share this Photo Gallery
click me!

Latest Videos