'যার জন্য করলাম চুরি সেই বলে চোর!' পার্থর সঙ্গে মুখ্যমন্ত্রীকেও নিশানা সুকান্তর

Published : Nov 12, 2025, 11:08 PM IST
Partha Chatterjee

সংক্ষিপ্ত

Partha Chatterjee: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও, জামিনে ছাড়া পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মুক্তি পাওয়া নিয়ে এখন রাজ্য রাজনীতিতে প্রবল আলোচনা চলছে।

DID YOU KNOW ?
শাসক দলে ফিরবেন পার্থ?
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত নেই। তবে তাঁকে নিয়ে আলোচনা চলছে।

West Bengal Politics: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর প্রতি আক্রমণ না থামালেও, তাঁর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর পরিবারকে নিশানা করছে বিজেপি (BJP)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছেন, 'পার্থবাবুর যে বক্তব্য এসেছে, মনে হচ্ছে তা হৃদয়ের ব্যথা থেকে তিনি বলছেন। কারণ, তিনি এখন একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তিনি নিজে পুরোটা করেছেন, এটা হতে পারে না। আমরা তো জানি,পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে লিস্ট গিয়েছে।' মুখ্যমন্ত্রীর পরিবারের কোন মহিলার কাছ থেকে পার্থর কাছে তালিকা গিয়েছিল, সেটা অবশ্য বলেননি সুকান্ত। তাঁর বক্তব্য, 'আমি প্রমাণ করতে পারব না, তাই নামটা বলব না। কিন্তু যিনি চাক্ষুষ করেছেন, আমরা তাঁর কাছ থেকে শুনেছি।'

পার্থর সঙ্গেই তৃণমূলকে বিঁধছেন সুকান্ত

শিক্ষক নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে শুধু পার্থকে দায়ী করতে নারাজ সুকান্ত। তিনি পার্থর পাশাপাশি শাসক দলকেও নিশানা করছেন। সুকান্ত বলেছেন, 'আমি বারবারই বলছি, তিনি একা কিছু করেননি। এতে অনেকে আছেন। মুখ্যমন্ত্রী জড়িত। পার্থবাবু বলছেন, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও হতে পারে যে, এ কথা বলে তিনি তৃণমূলেরই কারও দিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন।'

তৃণমূল ছাড়লে পার্থকে দলে নেবে বিজেপি?

জামিনে ছাড়া পাওয়ার পর পার্থ বলেছেন, তিনি ফের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চান। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে খুব বেশি সময় নেই। শাসক দল হয়তো পার্থকে প্রার্থী করবে না। দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া এই নেতা বিজেপি-তে যোগ দিতে চাইলে কী করবে রাজ্যের প্রধান বিরোধী দল? সুকান্ত বলেছেন, 'অনুমানভিত্তিক প্রশ্নের উত্তর হয় না।' কিন্তু পার্থকে যে বিজেপি-তে নেওয়া হবে না, এমন কথা বলেননি সুকান্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আলোচনায় পার্থ।
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা