RG Kar হাসপাতালে চিকিৎসক হত্যার ৪৮ ঘণ্টা পরে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, সরল সুপার

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বাস্থ্য দফতর সরিয়ে দিল হাসপাতাল সুপারকে। এই ঘটনার প্রতিবাদে জুনিয়ার ডাক্তার ও চিকিৎসকদের বিক্ষোভের জেরে পরিষেবা ব্যাহত হাসপাতালে।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ( RG Kar Hospital ) চিকিৎসককে (Doctor) ধর্ষণ করে খুনের (Murder and Rape) পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর (Health Department)। সরিয়ে দেওয়া হল হাসপাত সুপারকে। এতদিন দায়িত্বে ছিলেন চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠ। এবার তার জায়গায় আনা হল হাসপাতালের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে। শুক্রবার হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে ৩১ বছরের চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনার ৪৮ ঘণ্টা পরেই স্বাস্থ্য দফতর হাসপাতাল সুপারকে সরিয়ে দিল।

চিকিৎসক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারকে। তদন্তকরারীদের অনুমান সিভিক ভলান্টিয়ার সেমিনার হলে গিয়ে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে। সূত্রের খবর হাসপাতালে অভিযুক্তের অবাধ যাতায়াত ছিল। কিন্তু কেন বা কী করে হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গায় সে পৌঁছে যেত তা এখনও অস্পষ্ট পুলিশের কাছে। কিন্তু এই ঘটনার পরই আরজি কর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতেই হাসপাতালের সুপার বদল।

Latest Videos

অন্যদিকে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে জুনিয়ার ডাক্তার ও চিকিৎসদের বিক্ষোভ কর্মসূচি। চার দফা দাবিতে অনড় রয়েছে আরজি কর হাসপাতালের চিকিৎসকরা। আরজি কর হাসপাতালের আঁচ পড়তে শুরু করেছে রাজ্যের বাকি হাসপাতালগুলিতেও। এই অবস্থায় ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (Federation of Resident Doctors Association)সামিল হল। এই সংগঠনের ডাকে সোমবার থেকেই গোটা দেশে ঘটনার প্রতিবাদে আন্দোলন সামিল হবে। সোমবার দেশের হাসপাতালগুলি একাধিক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। মঙ্গলবার থেকে দেশজুড়া প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন । সোমবার গোটা দিন হাসপাতালের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সংগঠন মূলত ইলেক্টিভ সার্ভস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে, হাসপাতালের পরিকল্পিত পরিষেবা বিশেষ করে অস্ত্রোপচার যা আগে থেকে ঠিক করা ছিল তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024