
Suvendu Adhikari on Rath Yatra 2025: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple Digha) থেকে যে রথযাত্রা (Rath Yatra 2025) বের হবে, জনসমাগমের নিরিখে তাকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকার যখন রেশন দোকানের মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করছে, তখন পাল্টা পুরীর জগন্নাথ মন্দির (Shree Jagannatha Temple Puri) থেকে মহাপ্রসাদ এনে বিলি করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। তাঁর হুঙ্কার, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে রথযাত্রার আয়োজন করা হবে। বিভিন্ন মিষ্টির দোকানে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। সে কথাও উল্লেখ করে রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিরোধী দলনেতা বলেছেন, 'দিঘায় লোক হবে নাকি। আমি ওর চেয়ে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রথ টানব। বেলা ১২টার সময় লোক সংস্কৃতি পরিষদ থেকে রথযাত্রা শুরু হবে। এক লক্ষ লোক নিয়ে আমি রথ টানব। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, তমলুক, ওখান থেকে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি করা হবে। প্যাঁড়া-গজা নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়।'
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর সস্ত্রীক সেখানে গিয়ে দলে কোণঠাসা হয়ে পড়েছেন রাজ্য বিজেপি (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছিলেন। তবে রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের আর কোনও কাজ নেই। না উন্নয়ন, না কোনও সমস্যার সমাধান। রাস্তায় বসে থাকা চাকরিপ্রার্থী, চাকরিহারারা হাহাকার করছেন। তাঁদের সঙ্গে কথা বলার মতো সময় নেই। সমস্যা সমাধান করার চেষ্টা নেই। বিদ্যালয়গুলি উঠে যাবে কিনা তার কোনও চিন্তা নেই। এখন শুধু নির্বাচনকে কেন্দ্র করে যা করার করছেন। আর কিছুই নেই, শুধু জগন্নাথ মন্দির।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।