প্রতিবাদ কর্মসূচির মধ্যে মদ্যপ পুলিশ সিঁথির মোড়ে, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের

শুক্রবার রাতে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। রাত ১১টা থেকে রাস্তার একদিক আটকে হয় পথনাটিকা। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগান দেন পড়ুয়া ও প্রাক্তনীরা।

Sayanita Chakraborty | Published : Aug 31, 2024 4:31 AM IST

বরাহনদর এলাকায় শনিবার ভোর ৪টে থেক অবরুদ্ধ ছিল যান চলাচল। কারণ বিটি রোডে হচ্ছিল অবরোধ। সাড়ে চার ঘন্টা পর উঠল অবরোধ। সিভিক ভলান্টিয়ার ও ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

সিথির মোড় এলাকায় শুক্রবার রাতে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। রাত ১১টা থেকে রাস্তার একদিক আটকে হয় পথনাটিকা। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগান দেন পড়ুয়া ও প্রাক্তনীরা।

Latest Videos

অভিযোগ রাত ৩টে নাগাদ শুরু হয় গোলমাল। মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন। পুলিশ লেখা বাইক চালাচ্ছিল সে। পড়ুয়াদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ পুলিশ ঘটনাস্থলে এসে সেই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেয়। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। পুলিশকর্মী নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ করে তারা।

দীর্ঘক্ষণ ধরে বিটি রোড আটকে থাকায় নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েন। সকালের দিকে যাদের যেতে হয়, তাদের সকলেরই সমস্যা হয়েছে বলে জানা যায়। যাদের বাস ধরতে হয় তারা সমস্যায় পড়েন। তবে, স্কুলবাস, অ্যাম্বুল্যান্স কিংবা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য কোনও গাড়িকে ব্যারিকেড সরিয়ে যেতে দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে এক পড়ুয়া বলেন, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ। সার্জেন্টের নাম তারকেশ্বর পুরি। দুজনের বিরুদ্ধে কাশীপুর থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ আমাদের সেই কপি দিয়েছে। কাশীপুর থানায় ওই সিভিককে হেফাজতে নেওয়া হয়েছে। তাই তারা অবরোধ তুলে নেন। সঙ্গে জানান, তাদের কারণে অনেক সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে যা তারা চান না।

 

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari