জাঁকিয়ে পড়ছে শীত! দেদার ফুর্তির সঙ্গেই চলছে আবেগের সুরা পান! মদ বিক্রিতে রেকর্ড ভাঙল কলকাতা

Published : Jan 11, 2025, 06:21 PM IST
whisky

সংক্ষিপ্ত

যেন মদের ফোয়ারা ছুটল প্রেমের শহরে।

বড়দিন, বর্ষবরণ এবং জাঁকিয়ে ঠাণ্ডা। ফূর্তি যেন একেবারে আনলিমিটেড।

শহরজুড়ে শীতের মরশুমে দেদার মদ বিক্রি। কার্যত, ফুরফুরে মেজাজে দোকানিরাও। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কোনও অংশে কম যাচ্ছে না কলকাতা। যেন মদের ফোয়ারা ছুটল প্রেমের শহরে।

রেস্তোরাঁ এবং নাইটক্লাব তো আছেই, তার সঙ্গে একাধিক হাউজ পার্টিগুলিতেও দেদারে চলল মদ বিক্রি। সবমিলিয়ে, এবারে ২৪শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে মোট ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে শুধু কলকাতায়। যা গত ২০২৩ সালের হিসেবকেও ছাপিয়ে গেছে।

তথ্য বলছে, ২০২৩ সালে এই সময়কালের মধ্যে যত মদ বিক্রি হয়েছে, তার তুলনায় ২০২৪ সালে প্রায় ২৪% বেশি মদ বিক্রি হয়েছে। এমনকি, ২০২৪ সালে দুর্গাপুজোর থেকেও বেশি মদ বিক্রি হয়েছে এই সময়কালের মধ্যে। সব হিসেব একেবারে ওলটপালট হয়ে গেছে। কার্যত, রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে এবার।

জানা যাচ্ছে, শুধুমাত্র আলিপুর থেকেই ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যেন আনন্দ এবং ফুর্তির সঙ্গেই একটু আবাগের সুরাপান। এরপরই জায়গা করে নিয়েছে উত্তর কলকাতা। এমনি সময়ে, সেখানে ৩ কোটি টাকার মদ বিক্রি হয়। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে ৩৫ কোটি ৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

দক্ষিণ কলকাতার হিসেবও প্রায় এক। অন্যদিকে, বিধাননগরে ২৮ কোটি ৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

সুতরাং বোঝাই যাচ্ছে যে, মদ বিক্রি ভালো হওয়াতে আবগারি দফতরের বেশ ভালোই লাভ হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী