সিবিআই-এর নজরে সন্দীপ ঘনিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠ, রবিবার আরজি করের প্রাক্তন এমএসভিপিকে জেলা নিজাম প্যালেসে

Published : Sep 01, 2024, 05:46 PM IST
RG KAR Probe Victim broken spectacles and tooth samples are important in CBI investigation bsm

সংক্ষিপ্ত

আরজি করের আর্থিক কেলেঙ্কারি তদন্তে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠকে আবারও তলব করেছে সিবিআই। গত রবিবার তাঁর বাড়িতে তল্লাশি চালানোর এক সপ্তাহের মধ্যেই আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল।

আরজি কর ইস্যুতে আবারও তলব করা হল সন্দীপ ঘোষ ঘনিষ্ট সঞ্জয় বশিষ্ঠকে। রবিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। এর আগেই গত রবিবারর তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তাঁর দুটি বাড়িতেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। তার এক সপ্তাহ যেতে না যেতেই আবারও সিবিআই তলব করল সঞ্জয় বশিষ্ঠকে।

সিবিআই সূত্রের খবর আরজি করের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে। সেই কারণএ জিজ্ঞাসাবাদের জন্যই সঞ্জয় বশিষ্ঠকে এদিন তলব করা হয়েছে। আরজি করের প্রাক্তন সুপার আখতার আলি স্টেট ভিজিল্যান্স কমিশনে অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষ, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম ও আরজি করের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের বিরুদ্ধে। আখতার আলির অভিযোগেই নাম ছিল সঞ্জয় বশিষ্ঠের। তিনি আরজি করের প্রাক্তন এমএসভিপি। আর্থিক দুর্নীতিতে তাঁর কী কী ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখতেই তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

সিবিআই গত রবিবার, ২৬ অগাস্ট সঞ্জয় বশিষ্ঠর বাড়িতে যায় সিবিআই। সেখানে দীর্ঘ সময় তল্লাশি চালায়। তবে সেখান থেকে কী কী পাওয়া গেছে তার কোনও উত্তর দেয়নি সিবিআই।

সিবিআই সূত্রের খবর সন্দীপের বিরুদ্ধে অভিযোগকারী আখতার আলিরও বয়ান রেকর্ড করতে পারে। তিনিই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন। আখতার আলি ১৬ বছর আরজি কর হাসপাতালের দায়িত্বে ছিলেন। ডেপুটি সুপারিনটেডন্ট গ্রেড ২ হিসেবেই কর্মরত ছিলেন। আখতার আলির দাবি সন্দীপ আসার আগে আরজি কর পূর্বভারতের একনম্বর কলেজ ছিল। ১০০ বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমানে সন্দীপের দায়িত্ব এই মেডিক্যাল কলেজ দুর্নীতির আখড়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর