হুবহু ইঁদুরের মতো দেখতে এই প্রাণী আদপে হরিণ! আলিপুর চিড়িয়াখানায় গেলেই দেখতে পাবেন এই নতুন জীব
আলিপুর চিড়িয়াখানায় এল অদ্ভুত প্রাণী। নন্দনকানান থেকে আলিপুরে নিয়ে আসা হয়েছে প্রাণীটিকে। দেখতে ইঁদুরের মতো হলেও আদপে হরিণ এই প্রাণী। এই অদ্ভুত প্রাণীটির নাম মাউস ডিয়ার।
চারটি মাউস ডিয়ার দত্তক নিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। লুপ্তপ্রায় এই চারটি প্রাণীর যাবতীয় খরচের ভার নিলেন বনমন্ত্রী।
এ ছাড়াও একাধিক নতুন বন্যপ্রাণী এসেছে আলিপুর চিড়িয়াখানায়। এসেছে কয়েকটি কম বয়সী বাঘ, সিংহ।
এসেছে দুটি মাদি হিমালয়ান ব্ল্যাক বেয়ার এবং দু’জোড়া মাউস ডিয়ার।
অবশ্যই নিজের চোখে মাউস ডিয়ারটিকে দেখতে পাবেন না পর্যটকরা। পরিবেশের সঙ্গে খানিকটা খাপ খেয়ে গেলে তারপরেই সাধারণ মানুষ দেখতে পারবেন এই প্রাণীটিকে।
চোরাশিকারিদের অত্যাচারে প্রায় বিলুপ্তির পথে যেতে চলেছে এই প্রাণীটি। বর্তমানে নাইট শেল্টারে রয়েছেন তারা। এরপর সামান্য তরতাজা বোধ করলে তাদের পরিচর্যা করা হবে।
যে নতুন ভাঘ ও সিংহ এসেছে তাদের বয়স ২ থেকে ৩ বছর। এই প্রসঙ্গে বনমন্ত্রী জানিয়েছেন, " এই প্রাণীগুলিকে কয়েক দিন পরেই প্রকাশ্যে আনা হবে। পুজোর আগে নতুন অতিথি আসায় পর্যটকদের মধ্যে আরও উৎসাহ বাড়বে। এর আগেও এই ধরনের অনেক প্রাণী নিয়ে আসা হয়েছে। চারটি মাউস ডিয়ারকে দত্তক নিয়েছি। আমি বলব এরকম ভাবে যদি কেউ এই প্রাণীগুলিকে দত্তক নিতে চান তাহলে তাঁরা নিতে পারেন। এক্ষেত্রে কোনও ব্যক্তি কোনও প্রাণীকে দত্তক নিচ্ছেন তা সেই প্রাণীর খাঁচার সামনের বোর্ডে লেখা থাকবে।"