আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতলে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ড মামলার শুনানি শিয়ালদহ আদালতে। তবে এদিন এই মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার জন্য অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পুলিশকে।
সোমবার শিয়ালদহ আদালতে ছিল আরজি কর হত্যাকাণ্ডের মামলার শুনানি। আদালতের নির্দেশেই এই মামলার রোজ শুনানি হওয়ার কারণ।
210
একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার
আরজি কর হত্যাকাণ্ডের একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাকে এদিন নিরাপত্তার ঘেরাটোপে আদালতে পেশ করা হয়।
310
সঞ্জয়ের মুখ বন্ধ করতে উদ্যোগ
এর আগে দুই দিন আদালতে পেশের সময় সঞ্জয় রায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি নিশানা করেছিলেন পুলিশকে।
410
সঞ্জয়ের মুখ বন্ধ করতে উদ্যোগ
এবার কলকাতা পুলিশ প্রথম থেকেই সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখতে উদ্যোগ নিয়েছিলেন। কারণ এবার সঞ্জেয়ের প্রিজন ভ্যান আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ ভ্যানের ছাদে চাপড় দিতে শুরু করে।
510
পুলিশের আরও উদ্যোগ
সঞ্জয় রায় যাতে প্রিজন ভ্যানে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে কিছু না বলতে পারে তারজন্য আদালতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক গাড়ি ও সঞ্জয় রায়ের প্রিজন ভ্যান হর্ন দিতে শুরু করে। সঞ্জয়ের কণ্ঠরোধ করতে রীতিমত সক্রিয় পুলিশ।
610
কুণাল -কাণ্ড
এর আগে কুণাল ঘোষ যখন সারদাকাণ্ডে জেলবন্দি ছিলেন সেই সময় আদালতে পৌঁছানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন। তখনও পুলিশ কুণালের মুখ বন্ধ করার জন্য জোর হর্ন বাজাত আর গাড়িতে আওয়াজ করত। সঞ্জয়ের ক্ষেত্রেও তাই করছে পুলিশ।
710
সঞ্জয়ের নিশানা
এর আগে সঞ্জয় রায়ের নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশকে। তিনি বলেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি মুখ বন্ধ রেখেছিলেন।
810
বিনীতগোয়েলকে নিশানা
দ্বিতীয় দিনে আদালতে পৌঁছেই সঞ্জয় রায় নিশানা করেছিলেন কলকাতার পূর্বতন নগরপাল বিনীত গোয়েলকে। সঞ্জয় বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিনীত গোয়েল
910
আগের শুনানি
আগের শুনানি সঞ্জয় রায়কে এসটিএফ-এর গাড়িতে কাচ বন্ধ করে নিয়ে এসেছিল। যাতে সঞ্জয় চিৎকার করে কিছু না বলতে পারে। এবার প্রিজন ভ্যানে নিয়ে এলেও ্ন্য পন্থা নিল পুবিশ
1010
আরজি কর কেস
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সঞ্জয় রায় এই ঘটনার অন্যতম অভিযুক্ত।