আরজি কর মামলায় সঞ্জয় রায়কে বড় ছাড়! প্রেসিডেন্সি জেলে চলছে জোরদার প্রস্তুতি

অবশেষে কিছুটা হলেও আরজি কর মামলায় স্বস্তি পেতে চলেছে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের। আর হাজিরা দিতে নাও হতে পারে সঞ্জয় রায়কে।

 

Saborni Mitra | Published : Nov 24, 2024 11:04 AM IST
110
সঞ্জয় রায়

আরজি কর হত্যাকণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। খুন ও ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

210
আরজি কর মামলা

আরজি কর হত্যাকাণ্ডের নিয়মিত শুনানি চলছে শিয়ালদহ আদালতে। সেখানে নিয়মিত হাজির করান হয় সঞ্জয় রায়কে।

310
এবার ছাড়!

তবে এবার থেকে সঞ্জয় রায়কে কিছুটা হলেও ছাড় দেওয়া হতে পারে। আর হাজির হতে হবে না শিয়ালদহ কোর্টে।

410
ভার্চুয়াল শুনানি

সূত্রের খবর এবার থেকে ভার্চুয়াল শুনানিতে হাজির করান হতে পারে। তারই প্রস্তুতি শুরু হয়েছে।

510
সঞ্জয়ের ঠিকানা

বর্তমানে সঞ্জয় রায়ের ঠিকনা প্রেসিডেন্সি সংশোধনাগার। সেখানেই রয়েছে আরজি কর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

610
প্রেসিডেন্সি জেলে প্রস্তুতি

প্রেসিডেন্সি জেলে শুরু হয়েছে সঞ্জয় রায়কে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত করানো। তেমনই বলছে সূত্র। কারণ প্রেসিডেন্সি জেলে এই ব্যবস্থা নেই।

710
সঞ্জয় হাইপ্রোফাইল!

সূত্রের খবর সঞ্জয় রায়কে প্রায় হাইপ্রোফাইল বন্দি হিসেবেই রাখা হয়। আর সেই কারণে তাকে রোজ রোজ আদালতে পেশ করা সম্ভব নয়।

810
বিচারকের কাছে আর্জি

পুলিশ সূত্রের খবর, সঞ্জয় রায়কে রোজ আদালতে পেশ করা সম্ভব নয়। রোজ রোজ প্রচুর পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। আর সেই কারণে বিচারকের কাছেও পুলিশ আর্জি জানিয়েছে বলে সূত্রের খবর।

910
সঞ্জয়ের নিরাপত্তা

সঞ্জয় রায়ের ক়ড় নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। কিন্তু তারপরেও আদালত চত্ত্বরে চিৎকার করে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। নিশানা করে প্রশাসনকে।

1010
সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট

সিবিআই সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যেই সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos