Breaking News: আরজি কর হত্যাকাণ্ডে সাজা , আদালত দোষী সাব্যস্ত করল সঞ্জয় রায়কে

সংক্ষিপ্ত

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস।

আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College hospital) হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় (doctor murder and rape case) সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। আরজি কর মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত। ঘটনার মাত্র ১৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। আগামী সোমবার সাজা ঘোষণা। আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর ১১ নভেম্বর থেকে।

এদিন আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা ও মা। এদিন রায় ঘোষণার আগেই নির্যাতিতার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। নির্যাতিতার বাবা বলেন, 'মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন রাত ২টো পর্যন্ত জেগে মনিটর করেছিলেন। ওঁর কী ইন্টারেস্ট ছিল সেটা জানতে চাই। তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে সেটা সিবিআই বলছে। শুধু সিভিক নয়, সব দোষী সামনে আসবে।' রায় ঘোষণার আগেই নির্যাতিতার পরিবার দোষীরা শাস্তি পাবে বলেও আশা করেছিলেন। তাঁরা আরও বলেছিলেন, কেউ রেয়াত পাবে না।

Latest Videos

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর। খুন করে ধর্ষণ করা হয়েছিল বলে দাবি। আরজি কর কাণ্ডে তোলপাড় শুরু হয়ে গোটা বাংলা। যার আঁচ পড়তে শুরু করে ভারতে। আরজি হাসপালাতের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল।

 

সবিস্তারে আসছে...

Share this article
click me!

Latest Videos

'আপনি কাদের হয়ে মামলা লড়েছিলেন?' কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়ে গর্জে উঠলেন ফিরদৌস শামীম
মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update