আজ আবার সিজিওতে সন্দীপ ঘোষ! কেন টানা আটবার প্রাক্তন সুপারকে তলব করল সিবিআই

আরজি কর হত্যাকাণ্ডে পরপর আট দিন ধরে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন সন্দীপ ঘোষ। তার গাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে।

আরজি কর কাণ্ডে কী প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ? পরপর আট দিন সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে তাঁর হাজিরা নিয়ে উঠছে সেই প্রশ্ন। এই নিয়ে সন্দীপ অষ্ঠমবার সিজিওতে হারিজা দিলেন। গত শুক্রবার থেকেই সন্দীপকে লাগাতার জেরা করে চলেছে সিবিআই। মোটকথা কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হত্যাকাণ্ডের তদন্তের ভার হাতে পাওয়ার পর থেকেই সিবিআই-এর স্ক্যানারে এসেছিলেন সন্দীপ। তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জেরা করেছিল সিবিআই।

শুধু সিবিআই নয়, সন্দীপকে টার্গেট করেছিল লালবাজার। সূত্রের খবর প্রকাশ্যে নির্যাতিতার নাম বলায় লালবাজার থেকেও ডেকে পাঠান হয়েছিল। সূত্রের খবর তিনি সেখানে হাজিরা দেননি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আক্রোষ বাড়ছে। তাই পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে সন্দীর কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশে তাঁর বাড়ির সামনে বসান হয়েছে পুলিশ পিকেট। সন্দীপকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।

Latest Videos

বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই শিয়ালদা হাইকোর্টে গিয়েছিল। তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদনও করেছে। সূত্রের খবর সন্দীপের সঙ্গে ডাক্তারির আরও যে চার পড়ুয়া সেই অভিশপ্ত রাতে নিহত চিকিৎসক তরুণীর সঙ্গে ছিল তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে। তবে কবে টেস্ট হবে তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে সন্দীপ টানা আট দিন সিবিআই দফতরে গেলেও কোনও দিনই নিজের গাড়ি নিয়ে যাননি। বুধবার রাতে সেই গাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। গাড়ি নিয়ে চালককে সিজিওতে পৌঁছাতে বলা হয়। স্বাস্থ্য দফতরের গাড়ি ব্যবহার করেন সন্দীপ। তবে কীসের খোঁজে সেখানে তল্লাশি চালান হয় তা স্পষ্ট নয়। কিন্তু সন্দীপযে সিবিআই-এর স্ক্যানারে রয়েছে তা বারবার স্পষ্ট করে দিয়েছেন তদন্তকারীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর