গেস্ট হাউস থেকে মর্গ, সব জায়গায় যেত মদ! আর জি কর কি দুর্নীতির আখড়া? বিস্ফোরক প্রাক্তন কর্মী

ডাঃ সন্দীপ ঘোষের আমলে আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য আগেই এইসব অভিযোগ আনেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

Subhankar Das | Published : Aug 25, 2024 2:05 PM IST

ডাঃ সন্দীপ ঘোষের আমলে আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য আগেই এইসব অভিযোগ আনেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

যতই সময় এগোচ্ছে, ততই সন্দীপের সব কীর্তি ফাঁস হতে শুরু করছে। এবার মুখ খুললেন আর জি করের মর্গের প্রাক্তন ক্লার্ক। জানা যাচ্ছে, তারক চট্টোপাধ্যায়ের নামের সেই ক্লার্ক সন্দীপ ঘোষ অধ্যক্ষ হওয়ার অনেক আগে থেকেই আর জি করে কাজ করতেন। এমনকি, অবসরের পর তাঁর মেয়াদও বাড়ানো হয়।

Latest Videos

সন্দীপ ঘোষের জমানায় কীভাবে ঐ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ভোলবদল হয়েছে, তার সাক্ষী তিনি। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সামনে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।

তাঁর কথায়, “সন্দীপের কয়েকজন ব্যক্তিগত বাউন্সার ছিল। সেইসঙ্গে কিছু জুনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বাহিনী ছিল তাঁর। তাই সন্দীপ ঘোষ তাঁর কাছের ছাত্রদের মদ খাওয়াতেন। বাইরের কেউ এলে হাসপাতালে থাকার জন্য একটি গেস্ট হাউস ছিল। সেই গেস্ট হাউসকে তিনি একেবারে বার বানিয়ে দিয়েছিলেন। সেখানে মদ্যপানের আসর বসত। তাঁর ৭-৮ জনের একটা বাহিনী ছিল। তাদের বলা হয়েছিল, সবসময় আমার সঙ্গে থাকবি। পড়াশোনা দেখতে হবে না। পাশ করাটা আমি দেখে নেব।”

তিনি আরও যোগ করেন, “সন্তোষ মল্লিক নামে মর্গের একজন কর্মী ছিলেন সন্দীপের চ্যালা। মর্গে যেখানে মৃতের আত্মীয়স্বজনরা এসে বসেন, সেই জায়গাটাকেও কার্যত পানশালা বানিয়ে দেওয়া হয়েছিল। মদের বোতল যেত ওর কাছ থেকে।”

সবমিলিয়ে, হাসপাতালকে কার্যত দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছিলেন সন্দীপ। অন্তত হাসপাতালের মর্গে কাজ করা সেই কর্মীর কথা সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |