'ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো আচরণ মুখ্যমন্ত্রীর,' কটাক্ষ রাজ্যপালের

Published : Aug 16, 2024, 07:16 PM ISTUpdated : Aug 16, 2024, 08:09 PM IST
CV Ananda Bose

সংক্ষিপ্ত

গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় রাজ্য সরকার ও শাসক দলের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্কের অবনতি হয়েছে। এবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতেও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব শুরু হয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল বলেছেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন, ফাঁসি দিয়ে দিন। তারপর মামলা চালিয়ে যাচ্ছেন। তাঁর কথা শুনে রোমান সম্রাটের মতো মনে হচ্ছে। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী। কে কেমন, সেটা সবাই জানে।’ রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে। আর জি কর মেডিক্যাল কলেজে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন।

কলকাতা পুলিশের উপর অনাস্থা প্রকাশ রাজ্যপালের

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি পুলিশের কর্তাদের ভূমিকায় অখুশি। রাজ্যপাল বলেছেন, ‘আর জি কর হাসপাতালের ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছি। কী ব্যবস্থা নেওয়া উচিত, সে বিষয়ে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ নিয়েছি। সংবিধানের ১৬৭ ধারা অনুসারে আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্টও চেয়েছি। গত পাঁচ বছরে আমি এই ধরনের ৩০টি চিঠি পাঠিয়েছি। কোনও চিঠিরই জবাব পাইনি। এটি অসাংবিধানিক ঘটনা।’

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন রাজ্যপাল?

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি, মহিলাদের উপর নৃশংস অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানাচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, ‘সঙ্কটের সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো শক্তিশালী ভারতের সংবিধান।  আমি পরিস্থিতির উপর নজর রাখছি। প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের কাছে সুচিন্তিত মতামত-সহ রিপোর্ট পাঠাব।’ রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়ার পরেই গ্রেফতার, সিবিআই-এর জালে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ

'কলকাতা পুলিশের লজ্জিত হওয়া উচিত,' আর জি করের ঘটনায় তোপ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী