সন্দীপ ঘোষের বাড়িতে ১৩ ঘণ্টা তল্লাশি, কতদূর অগ্রসর হলেন সিবিআই আধিকারিকরা?

রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই তদন্ত চালানো হয়। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় সিবিআই তদন্ত হয়।

Soumya Gangully | Published : Aug 25, 2024 4:55 PM IST / Updated: Aug 25 2024, 11:38 PM IST

আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকরা। রবিবার সকাল ৬টা বেজে ৫০ মিনিট নাগাদ বেলেঘাটায় সন্দীপের বাড়িতে যায় সিবিআই দল। কিন্তু ডোরবেল বাজানো, দরজায় ধাক্কা দেওয়ার পরেও বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি সিবিআই আধিকারিকরা। তাঁদের প্রায় ৭৫ মিনিট অপেক্ষা করতে হয়। তারপর দরজা খুলে দেন সন্দীপ। সকাল ৮টা বেজে ৬ মিনিটে সন্দীপের বাড়িতে প্রবেশ করতে পারেন সিবিআই আধিকারিকরা। তাঁরা আর জি করের প্রাক্তন অধ্যক্ষর বাড়ি থেকে বেরোন রাত ৮টা বেজে ৪৬ মিনিটে। সিবিআই আধিকারিকরা যখন সন্দীপের বাড়ি থেকে বেরোন, তখন তাঁদের হাতে বেশ কিছু নথিপত্র ছিল। তবে সারাদিন তল্লাশি চালিয়ে সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়ি থেকে দুর্নীতির কোনও প্রমাণ জোগাড় করতে পেরেছেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

সন্দীপের বাড়িতে ৭ সিবিআই আধিকারিক

Latest Videos

রবিবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছে যান মহিলা আধিকারিক-সহ ৭ জন সিবিআই আধিকারিক। সন্দীপ দরজা খুলছেন না দেখে কয়েকজন সিবিআই আধিকারিক বেলেঘাটা থানায় পৌঁছে যান। তবে এরই মধ্যে দরজা খুলে দেন সন্দীপ। এরপরেই তাঁর বাড়িতে তল্লাশি শুরু করে দেন সিবিআই আধিকারিকরা। সন্দীপকে ফের জেরাও শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর মধ্যেই সন্দীপের বাড়িতে পৌঁছে যান আরও কয়েকজন সিবিআই আধিকারিক। কয়েকজন আধিকারিক বেরিয়েও আসেন। তাঁদের হাতে ব্যাগ ছিল। ফলে জল্পনা শুরু হয়। তবে দিনের শেষে তল্লাশি ও জেরার ফল কী হল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সন্দীপের গ্রেফতারির গুজব

রবিবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় রটে যায়, সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। তবে সেরকম কিছু হয়েছে বলে জানা যায়নি। ফলে সন্দীপের গ্রেফতারি নিয়ে যা রটেছে তা নেহাতই গুজব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সঞ্জয় রায়ই আরজি করের চিকিৎসককে খুন আর ধর্ষণ করেছে? জেলের মধ্যেই চলছে পলিগ্রাফ টেস্ট

অন্তর্বাস, রক্তের নমুনা, সিসিটিভি-সহ আরও অনেক তথ্য, সিবিআই তদন্তের মূল ৫৩ টি আইটেমের মধ্যে কলকাতার অভিযুক্তের ৯ তথ্য

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি