‘ন্যায়যাত্রা’-র পর ‘চিৎকার সমাবেশ’-র ডাক, জেনে নিন কবে এবং কোথায় হবে সমাবেশ
আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও অধরা সমাধান। জুনিয়র ডাক্তাররা ন্যায়বিচারের দাবিতে ১৫ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। সরকারের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রবিবার নতুন কর্মসূচির ঘোষণা করল জুনিয়র ডাক্তাররা।
গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক তরুণীর দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার দীর্ঘদিন অতিক্রান্ত। কিন্তু, এখনও অধরা সমাধান।
ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করলেও সকলেরই দাবি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আরও অনেকে। শেষ ষষ্ঠ দফায় শুনানি হয়। কিন্তু, এখনও পর্যন্ত ঘটনার কোনও সমাধান মেলেনি।
এদিকে আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। সমর্থন রয়েছে সিনিয়রদের। দশ দফা দাবিতে চলছে আমরণ অনশন।
আরজি করের ন্যায় বিচার, থ্রেট কালচার বন্ধ থেকে শুরু করে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করার মতো ১০ দফা দাবিতে চলছে অনশন।
আজ অনশনের ১৫ দিন। ইতিমধ্যে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৬ জুনিয়র ডাক্তার। তাদের মধ্যে অনেকে এখনও হাসপাতালে ভর্তি।
এদিকে এখনও চলছে অনশন। আপাতত অনশনে বসেছেন ৭ জন জুনিয়র ডাক্তার। এরই সঙ্গে চলছে বিভিন্ন কর্মসূচি। আজ হবে ন্যায়যাত্রা। সোদপুরে নির্যাতিতার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায়যাত্রা হবে আজ অর্থাৎ শনিবারষ
তেমনই আরও এক নতুন কর্মসূচির ঘোষণা করল জুনিয়র ডাক্তাররা। রবিরার হবে চিৎকার সমাবেশ। ‘বজ্রকন্ঠে দিচ্ছি ডাক, তিলোত্তমা বিচার পাক’- এই ট্যাগ লাইনে ডাকা হল সমাবেশ।
বিকেল ৪টের সময় চিৎকার সমাবেশ-র ডাক দিল জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা প্রাঙ্গনে হবে এই সমাবেশ।
এদিকে আজ ১৫ দিন ধরে অনশন করলেও সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে চলছে সিবিআই তদন্ত। এখন দেখার আসল সত্য কবে উদঘাটন হয়। আজ ১৫ দিন হল অনশনের। এবার এই সমস্যার নিষ্পত্তি হোক তা আশা সকলের।