'জুনিয়র ডাক্তারদের জন্য please কিছু করবেন না', নায়ারণ বন্দ্যোপাধ্য়ায়কে ধুয়ে দিলেন আন্দোলনকরীরা

বৃহস্পতিবার রাতে কুণাল-নারায়ণ বৈঠক করেন। শুক্রবারই সকালেই আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেয়।

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের সঙ্গে সিপিএমপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠক নিয়ে রীতিমত ক্ষুন্ন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার রাতে কুণাল-নারায়ণ বৈঠক করেন। শুক্রবারই সকালেই আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করলেও জুনিয়র ডাক্তারজদের সমস্যার সুরাহা হবে না। সোশ্যাল মিডিয়ায় তিনি নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট তুলে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আসফাকুল্লা বলেছেন, 'Respected sir !

Latest Videos

আপনি আমার একটি কথা আপনার

wall এ লিখেছিলেন

"ভয় যেমন ছোঁয়াচে

সাহস তেমন ছোঁয়াচে " সেদিন থেকে

আপনার সব পোস্ট দেখি ।

আপনার আজকের পোস্ট দেখে কষ্ট পেলাম ।বেশি কিছু লেখা ঔধত্য হবে

তাই আপনার পোস্ট টা সাজিয়ে লিখলাম

গতকাল এর মিটিং এর পর থেকে

এরকম লাগছে

রাজনৈতিক সত্ত্বা ।

তারপর ডাক্তার ।

তারপর মানুষ ।

আর হ্যাঁ

জুনিয়র ডাক্তার দের জন্য কিছু প্লিজ করবেন না ।জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্যই রাস্তায় । আজকে থেকে সাধারণ মানুষের জন্য করুন ।সবার জন্য করুন ।'
 

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসফাকুল্লা জানিয়েছেন, 'আমরা ক্ষুন্ন। কেন উনি কুণালের সঙ্গে দেখা করলেন, জানি না। আমরা এর প্রতিবাদ করছি না , তবে আমরা দুঃখ পেয়েছিল।' তিনি আরও বলেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করে কথা বললে আমাদের সমস্যার সমাধান হলেও হতে পারত। কিন্তু কুণাল ঘোষের সঙ্গে কথা বললেন কোনও সমাধান হবে বলে আমাদের মনে হয় না।' তিনি আরও বলেন, 'সব যুদ্ধ জেতা যায় না. কিন্তু রণাঙ্গনে সক্রিয় থাকতে হয়।' তাঁর দাবি স্বাস্থ্যক্ষেত্রে কিছু কিছু সংস্কার হয়েছে এই আন্দোলনের কারণেই।

অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স একটি বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে, 'নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের প্রতিনিধি কি না , আমরা জানি না। ব্যক্তিগত এক্তিয়ারে তিনি কারও সঙ্গে দেখা করতেই পারেন। কিন্তু জুনিয়র ও সিনিয়র ডাক্তার ও জনগণের এই ঐক্যবদ্ধ আন্দোলনে দৌত্যের অধিকার তাঁকে কেউ দেননি।' সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নারায়ণ বন্দ্যোপাধ্য়ায় এমন একজনের সঙ্গে দেখা করেছেন, যিনি এই অন্দোলনের সঙ্গে যুক্তদের কদর্যভাবে আক্রমণ করেছেম। নারায়ণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনে পরিপন্থী ভূমিকা পালন করেছে বলেও তাঁদের দাবি। তাঁর আচরণ সমর্থন যোগ্য নয় বলেও জনান হয়েছে।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই নায়ারণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। বেশকিছুক্ষণ তাঁদের বৈঠক হয়। বৈঠক শেষে নারায়ণ বলেন, 'আমি একজন নাগরিক, একজন চিকিৎসক। কুণাল ঘোষও এক জন নাগরিক এবং সাংবাদিক। আমরা দেখা করেছি, কথা বলেছি। আগেও আমাদের পরিচয় হয়েছে। কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের সঙ্গে কথা বলিনি আমি।' তবে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে কেউ স্পষ্ট করে কিছু বলেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন