জুনিয়র ডাক্তারদের সূত্রেরখবর, আগামিকাল বিকেল ৩টে পর্যন্ত তারা অপেক্ষা করবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সমস্যা সমাধানে লিখিত প্রতিশ্রুতি পেলে তবেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানা ২ ঘণ্টার বৈঠকের পর ধর্মতলায় ফিরে এসেছে জুনিয়র ডক্তাররা। কী হবে তাদের পরবর্তী পদক্ষেপ? তাই নিয়েই চলছে জরুরি বৈঠক। এদিনই ধর্মতলায় এসেছেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা ও মা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামিকাল, মঙ্গলবার রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেই ধর্মঘট হবে কিনা! জুনিয়র ডাক্তারদের সূত্রেরখবর, আগামিকাল বিকেল ৩টে পর্যন্ত তারা অপেক্ষা করবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সমস্যা সমাধানে লিখিত প্রতিশ্রুতি পেলে তবেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে নাও হতে পরে। অনশনও আজ রাতে নাও প্রত্যাহার করতে পারেন অনশনকরীরা। তবে নিজেদের মধ্যে আলোচনার পরই জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন।
আরজি করের নির্যাতিতার বিচার-সহ ১০ দফা দাবিতে ১৬ দিন ধরে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে আরজি করের ঘটনার পর কেটে গেছে প্রায় ২ মাস। কিন্তু তদন্তে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। আরজি করের নির্যাতিতার পরিবার এদিন ধর্মতলার অনশন মঞ্চে এসে অনশনকারী জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের যে বৈঠক হয়েছে তাতে কী কী হয়েছে তাও জানতে চান।
ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, 'উই ওয়ান্ট জাস্টিস' এই ব্যাচ খুলে তাদের প্রতিনিধিদের নবান্নে বৈঠক করতে যেতে হয়েছিল। স্বাস্থ্য সচিবকে নিয়ে কোনও কথা বলতে দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তাঁরা। তবে স্বাস্থ্য সচিব কোথায় ব্যর্থ সেই সংক্রান্ত একটি ফাইল তারা নিয়ে গিয়েছিলেন। সেটা জমা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় স্বাস্থ্য সচিব সংক্রান্ত কোনও কথা তাদের সঙ্গে বলতে চাননি বলেও জনিয়েছেন তাঁরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।