RG Kar Protest: আরজি কর ইস্যুতে আবার পথে জুনিয়র ডাক্তাররা, অন্য সংগঠনের কনভেনশন

আরজি কর ঘটনার প্রতিবাদে আবারও পথে জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার ন্যায় বিচারসহ একাধিক দাবিতে শনিবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র ডাক্তর ফ্রন্ট।

 

আরজি কর হত্যাকণ্ডের পর কেটেগেছে ৩ মা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সোমবার থেকে শিয়ালদহ কোর্টে লাগাতার শুনানি শুরু হবে। এই পরিস্থিতিতে আবারও নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে রাজপথে জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রেন্টের তরফে যখন মিছিল চলছে তখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে চলছে গণকনভেনশন।

প্রতিবাদ মিছিল - 

Latest Videos

আরজি কর ঘটনার প্রতিবাদে আবারও পথে জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার ন্যায় বিচারসহ একাধিক দাবিতে শনিবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র ডাক্তর ফ্রন্ট। মিছিলে ছিলেন ধর্মতলার অনশনকারীরা। এদিন জুনিয়র ডাক্তারদের মিছিলের আগেই দ্রোহের গ্যালারির প্রকাশ করা হয়। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে দ্রোহের গ্যালারি। সেখানে আরজি কর আন্দোলনের ছবি ও প্রতীক রাখা হয়েছে। কী ভাবে আন্দোলন হয়েছে, স্বাস্থ্য ভবন, লালবাজার ঘেরাওয়ের ছবি প্রকাশ করা হয়েছে। বিচার চাই-এর পোস্টারও রয়েছেন।

কনভেনশন-

শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে গণ কনভেনশন চলছে। সেখানেই আরজি কর ইস্যু গুরুত্বপূর্ণ।

আরজি কর হত্যাকাণ্ড

গত ৯ আগস্ট আরজি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেখ। জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি তরুণী চিকিৎসকের খুনকে ধামাচাপা দিতে উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগও উঠেছিল। যদিও আরজি করের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ বর্তমানে জেলবন্দি তৎকালীন অধ্যক্ষ।যাইহোক আরজি হত্যাকাণ্ডের প্রতিবাদে দীর্ঘ আন্দোলন করেছে জুনিয়র ডাক্তাররা। সোমবার যখন আরজি কর মামলার শুনানি শুরু হবে তার আগে জুনিয়র ডাক্তারদের এই মিছিল গুরুত্বপূর্ণ। তবে এবার জুনিয়র ডাক্তারদের মিছিলে ভিড় কিছুটা হলেও কম। অনেকেই মনে করেছেন আরজি কর আন্দোলনের ঝাঁঝ ধীরে ধীরে কমছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh