CBI-র হাতে সঞ্জয়ের বিরুদ্ধে নয়া তথ্য, বদলে যাবে কি তদন্তের গতি? আজ আরজি কর মামলার শুনানি

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে নতুন প্রমাণ পেয়েছে সিবিআই। ৫৪ টি ফুটেজে ধরা পড়েছে সঞ্জয়ের গতিবিধি। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি।
Sayanita Chakraborty | Published : Nov 6, 2024 6:08 AM IST
110

সঞ্জয়ের বিরুদ্ধে বিরাট প্রমাণ সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে বদলে যেতে পারে তদন্তের গতি। উঠল এমনই দাবি।

210

৯ অগস্ট উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। আরজি কর হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকরে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

310

ঘটনায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। সিভিক ভলেন্টিয়ার ছিল সে। বর্তমানে পুলিশি হেফাজতে আছে সে। সোমবার প্রিজন ভ্যান থেকে দাবি করে তাঁকে নাকি ফাঁসানো হয়েছে।

410

এদিকে এখনও চলছে তদন্ত। ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই কর্তাদের হাতে এসেছে এক বিশেষ তথ্য প্রমাণ।

510

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়ায় ডিজিটাল এভিজেন্স হিসেবে ৫৪টি ফুটেজ কাজে লাগাতে চাইছে। ইতিমধ্যে সেই ৫৪টি ফুটেজ জমা পড়েছে শিয়ালদহ আদালতে।

610

এই ফুটেজে আছে ঘটনার দিন সঞ্জয় রায়ের গতিবিধি। সেমিনার রুম, সিন অব ক্রাইম সংক্রান্ত একাধিক ফুটেজ। এখন বিচার প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার এই ফুটেজ।

710

এদিকে আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। তিন বিচারপতি বেঞ্চে হবে শুনানি।

810

প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে আছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

910

পৌনে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসল। কিছু পরেই এই বেঞ্চে হবে শুনানি।

1010

সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা বুধবার। হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী কাজ করছে তাও আদালতে জানানোর কথা।

Share this Photo Gallery
click me!

Latest Videos