সিবিআই-র সাপ্লিমেন্টারি চার্জশিটে কি নতুন চিকিৎসকের নাম? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

আর জি কর হাসপাতালের ঘটনায় সিবিআই-র সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন চিকিৎসকের নাম থাকার সম্ভাবনা। ধর্ষণ ও খুনের ঘটনায় আরও কারও যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই। বিচার প্রক্রিয়া শুরু শিয়ালদহ আদালতে।

আর জি কর হাসপাতালের ঘটনায় সিবিআই-র সাপ্লিমেন্টারি চার্জশিটে কি নতুন চিকিৎসকের নাম আছে? এই প্রশ্ন সর্বত্র। এই নিয়ে আপাতত কোনও উত্তর মেলেনি তদন্তকারী সংস্থার সূত্রে। তবে জানা গিয়েছে, এমন কিছু চিকিৎসকের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে না থাকলেও তাদের কী ভূমিকা ছিল সে বিষয় ওই চার্জশিটে তথ্য দিতে পারেন তাঁরা।

তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় অনেকেই জড়িত বলে প্রথম থেকেই দাবি করে এসেছেন তাঁর পরিবার। একই দাবি উঠে এসেছে আন্দোলনকারী চিকিৎসক এবং পথে নামা বহু সাধারণ মানুষ। সিবিআইয়ের পেশ করা প্রথম চার্জশিট সেরকম কিছু উল্লেখ না থাকায়, বিভিন্ন মহলে অসন্তোষ দেখা যায়। এবার যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও কয়েরজন চিকিৎসকের নাম উঠে আসে, যাদের নাম ইতিমধ্যেই অভিযুক্ত হিসেবে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে, তা হলে আন্দোলনকারীদের ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে বলে আইনজীবীরা মনে করছেন।

Latest Videos

অভিজিতের আইনজীবী আনওয়ার আলি অবশ্য জানান, কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠলে, বিভাগীয় তদন্ত হতে পারে। অভিজিতের গ্রেপ্তারের আগে সিবিআই অনুমতি নেয়নি। অন্য ধারায় মামলা হতে পারত। এই বিষয় সন্দীপের আইজীবী বলেন, ধর্ষণ ও খুনের মামলায় কোনও ভাবেই তাঁর মক্কেল জড়িত নন। শিয়ালদহ আদালতে আজ সোমবার থেকে আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে।

এদিকে বায়োলজিক্যাল প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে অভিযুক্ত হিসেবে প্রথম চার্জশিটে উল্লেখ করার পরে সম্প্রতি শিয়ালদহ আদালতে সিবিআই দাবি করে, তার মানে এই নয়, ধর্ষণ ও খুনের ঘটনায় আর কারও যুক্ত থাকার সম্ভাবনা নেই। তদন্ত এখনও শেষ হয়নি।

 

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু