আরজি কর-কাণ্ডে এই ১০টি কারণে দোষী সাব্যস্ত সঞ্জয়? দেখুন কী বলছে সিবিআই-র চার্জশিট

আরজি কর মেডিক্যাল কলেজ হত্যাকাণ্ডে (RG Kar Medical College Hospital Case) দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে (Sanjay Roy)। সিবিআই (CBI) আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে ১০টি প্রামাণ দিয়েছিল। তেমনই বলছে সূত্র। দেখুন কী সেই প্রমাণ।

 

Saborni Mitra | Published : Jan 18, 2025 6:04 PM
111
সিবিআই চার্জশিট

আরজি কর মেডিক্যাল কলেজ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সিবিআই চার্জশিটে ১০টি প্রমাণ দিয়েছে সঞ্জয়ের রায়ের বিরুদ্ধে। সেগুলি হলঃ

211
সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিল সঞ্জয়। সেটাই ছিল ক্রাইম সিন।

311
মোবাইল ফোন

মোবাইল ফোন লোকেশন অনুযায়ী ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালেই ছিলেন সঞ্জয়। তেমনই বলছে তাঁর মোবাইল ফোনের লোকেশন।

411
ডিএনএ

মৃতার দেহে পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের মৃত দেহ।

511
রক্তের দাগ

সঞ্জয় রায়ের প্যান্ট আর জুতো উদ্ধার করেছিল পুলিশ। সেখানে ছিল রক্তের দাগ। যা মৃতার সঙ্গে মিলেছে।

611
চুল

ঘটনাস্থলে যে ছোট ছোট চুল পাওয়া পাওয়া গিয়েছে। সেগুলি সঞ্জয়ের- যার প্রমাণ রয়েছে সিবিআই-এর হাতে।

711
ইয়ারফোন

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোন। যা বাজেয়াপ্ত করা হয়েছে সঞ্জয়ের কাছ থেকে। ঘটনার রাতে সিসি ক্যামেরায় ধরা পড়া সঞ্জয়ের ছবিতে তার গলায় ঝোলান ছিল ইয়ারফোন। কিন্তু ফেরার সময় গলায় ইয়ারফোন ছিল না।

811
সঞ্জয়ের শরীরে ক্ষত চিহ্ন

সঞ্জয় রায়ের শরীরে পাওয়া গেছে একাধিক ক্ষত চিহ্ন। সেগুসি ৮-৯ অগস্টে চিহ্নত করা হয়েছে। যা নির্যাতিতার প্রতিরোধে তৈরি হয়েছে।

911
যৌন সক্ষম

মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে সঞ্জয় রায় সঙ্গমে রীতিমত সক্ষম ছিল।

1011
মৃতার অন্তর্বাস

জোরজবরদস্তি হয়েছিল তার প্রমাণ হিসেবে সিবিআই দাবি করেছে মৃতার অন্তর্বাস জোর করে খোলা হয়েছিল।

1111
পোশাক

সিবিআই আরও দাবি করেছে চিকিৎসক তরুণীর সঙ্গে জোরজবরদস্তি হয়েছিল তার প্রমাণ মৃতার কুর্তি। সেটি জোর করে খোলার জন্যই ছিঁড়ে গিয়েছিল বলেও চার্জশিটে লিখেছে সিবিআই। তেমনই বলছে সূত্র।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos