আরজি করের তরুণী চিকিৎসক খুনের মোটিভ কী? ছবিতে দেখুন এখনও উত্তর নেই যে ৫টি প্রশ্নের

শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় রায়দান করলেন। কিন্তু এখনও যে প্রশ্নগুলির উত্তর নেই তদন্তকারীদের কাছে সেগুলি দেখে নিন।

 

Saborni Mitra | Published : Jan 18, 2025 3:04 PM
110
আরজি কর হত্যাকাণ্ডের রায় দান

আরজি কর হত্যাকাণ্ডের রায়দান । রায় ঘোষণা করেন শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। ঘটনার ৫ মাস ৯ দিন পরেই রায়দান ।

210
আরজি কর হত্যাকাণ্ড

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর। খুন করে ধর্ষণ করা হয়েছিল বলে দাবি।

310
ঘটনার তদন্ত

প্রথমে আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত করেছিল কলকাতা পুলিশ। পরে কোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআই-এর হাতে।

410
তদন্ত নিয়ে অসন্তোষ

আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন নিহত নির্যাতিতার পরিবার। কলকাতা পুলিশের পাশাপাশি সিবিআই তদন্ত নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। তাদের কথায় সঠিক তদন্ত হয়নি।

510
আরজি কর হত্যাকাণ্ড এখনও রহস্য

আরজি কর হত্যাকাণ্ডের রায় ঘোষণা হলেও এখনও রহস্যই থেকে গেছে আরজি কর হত্যাকাণ্ড। একাধিক প্রশ্নের উত্তর নিয়ে তদন্তকারীদের কাছে।

610
প্রথম প্রশ্ন

আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মোটিভ কী? কেন এক তরুণী চিকিৎসকরে খুন করা হল। খুনের মোটিভ নিয়ে এখনও গোলোকধাঁকায় পাক খাচ্ছে সিবিআই।

710
দ্বিতীয় প্রশ্ন

সঞ্জয় একাই ঘটিয়েছিল গোটা ঘটনা? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে প্রশ্ন ওঠে কেন? এতদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও খুন আর ধর্ষণের মোটিভ কেন জানতে পারেনি তদন্তকারীরা।

810
তৃতীয় প্রশ্ন

১৪ আগস্ট আরজি কর হাসপাতালে কারা কেন ভাঙচুর চালিয়েছিল? তাদের উদ্দেশ্য কী ছিল? তথ্য প্রমান লোপাট কী ছিল তাদের উদ্দেশ্য?

910
চতুর্থ প্রশ্ন

আরজি কর হত্যাকাণ্ডের প্রথম তদন্ত করেছিল টলা থানার পুলিশ। কিন্তু ক্রাইম সিনের নিরাপদ রাখার দায়িত্বে কেন গাফিলতি করা হয়েছিল? কারণ একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে ক্রাইম সিনে প্রচুর মানুষের ভিড় ছিল। পাশাপাশই আরজি কর হত্যাকাণ্ডের পরেই হাসপাতালে ভাঙচুর করা হয়েছিল। সেটিরও কী উদ্দেশ্য ছিল তথ্য প্রমাণ লোপাট করা? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে অভিযুক্তদের চিহ্নিত করা হল না কেন?

1010
পঞ্চম প্রশ্ন

কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হয়েছে ক্রাইম সিন সেমিনার হল নয়। প্রশ্ন তাহলে কোথায় আরজি করের নির্যতিতাকে খুন আর ধর্ষণ করা হয়েছে? কেন আর কারা ক্রাইম সিন পরিবর্তন করেছে ? সঞ্জয়ের পক্ষ এত নিখুঁতভাবে কী ক্রাইম সিন পরিবর্তন করা সম্ভব? যদি না হয় তাহলে সঞ্জয়ের সঙ্গে কারা কারা ছিল? উত্তর নেই এই প্রশ্নগুলির। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos