বদল হচ্ছে দার্জিলিং মেলের রুট? নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের পক্ষ থেকে

দার্জিলিং মেলের রুট পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। শিলিগুড়ি থেকে নয়, দার্জিলিং জেলা থেকেই কি ফের চলবে এই ঐতিহাসিক ট্রেন? জল্পনা তুঙ্গে।

ভারতীয় রেল সম্প্রতি তাদের বিভিন্ন পরিষেবায় পরিবর্তন আনছে, তেমনি দার্জিলিং মেলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এমনই খবর সর্বত্র। দার্জিলিং মেল নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রেল। শোনা যাচ্ছে দার্জিলিং জেলা থেকে ফের শুরু হবে দার্জিলিং মেল।

এই ট্রেনটি কোথা থেকে চলবে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ১৪৬ বছরের পুরনো ট্রেনটিকে আবার কি চালানো হবে শিলিগুড়ি জংশন থেকে? মিলল তার উত্তর। দার্জিলিং মেল পুনরায় কি শুরু হতে চলেছে দার্জিলিং জেলা থেকেই? এমন খবর সর্বত্র। শোনা যাচ্ছে, নতুন সিদ্ধান্তের জন্য হয়তো হতাশ হতে হবে হলদিবাড়ি, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বহু যাত্রীদের। ভারত তখনও স্বাধীন হয়নি সেই সময় এই দার্জিলিং মেলে রুট ছিল শিলিগুড়ি-জলপাইগুড়ি-হলদি বাড়ি হয়ে নীলফামারী-হিলি-ঈশ্বরদী-রানাঘাট হয়ে শিয়ালদহ। এই ট্রেন উত্তরবঙ্গ হয়ে তারপর পূর্ববঙ্গ হয়ে আসত কলকাতায়। 

Latest Videos

স্বাধীনতার পর রুট পরিবর্তন হয়। ১৯৭১ সালে জনসাধারণের জন্য ফারাক্কা ব্রিজ খোলার পর দার্জিলিং মেলের রুট বদল হয়। এখানেই শেষ না ফের পরিবর্তন হয় রুট। ২০২২ সালে বদলেছে রুট। ট্রেন সম্প্রসারিত হয় হলদিবাড়ি পর্যন্ত। এর কারণে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা উপকৃত হন। এবার শোনা যাচ্ছে ফের হবে বদল। দার্জিলিং জেলা থেকেই ছাড়বে ট্রেন। এমন খবর মিলবে সর্বত্র। 

তবে, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ বা বাগডোগরা রুটে ডাবল লাইন না থাকার জন্য দার্জিলিং মেল আপাতত ফিরছে না শিলিগুড়ি জংশনে। যদি দার্জিলিং মেল পুনরায় শিলিগুড়িতে ফিরে আসে তাহলে একদিকে যেমন আনন্দ হবে আবার অন্যদিকে দুর্ভোগও পোহাতে হবে যাত্রীদের। বিষয়টি নিয়ে জল্পনা অনেক দূর গেলেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এখন দেখার এই বিষয় নতুন কোনও সিদ্ধান্ত নেয় কি না ভারতীয় রেল। 

 

Share this article
click me!

Latest Videos

‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia