ডিএ এর পরিমাণ বৃদ্ধি না করলেও ধাপে ধাপে সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা এসেই চলেছে।
বেশ কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার সেই দাবিতে সাড়া দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কতটা বাড়লে মাইনে?
সেই সঙ্গে প্রশ্ন উঠছে কারা পাবেন এই অতিরিক্ত টাকা
জানা গিয়েছে আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে বেতন পাওয়া যাবে।
কিছুদিন আগেই যেখানে মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল সেখানে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর খুশি সরকারি কর্মীরা।
ইতিমধ্যেই বেতন বৃদ্ধির সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ৩% হারে বৃদ্ধি করা হচ্ছে।
সহায়ক/সহায়িকা পদের বেতন ১১,২৫৫ টাকা থেকে বেড়ে ১১,৫৯৩ টাকা হল। মুখ্য সহায়ক বা সহায়িকা পদের বেতন ১১,৬৩৮ টাকা থেকে বেড়ে ১১,৯৮৭ টাকা হল।
সম্প্রসারক বা সম্প্রসারিকা পদের ক্ষেত্রে বেতন ১৪,৬৩২ টাকা থেকে বাড়িয়ে ১৫,০৭১ টাকা করে দেওয়া হল। আর মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকাদের বেতন ১৫,৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ১৬,২৩১ টাকা করে দেওয়া হল।
খুব বেশি বৃদ্ধি না হলেও দীর্ঘদিন পর বেতন বাড়ানোর সিদ্ধান্তে খুশি কর্মীরা।
বর্তমানে বাংলায় শিশু শিক্ষা কেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK) মিলিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। মঙ্গলবার তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে।