বাংলার এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১৬ হাজার টাকা! বিরাট ঘোষণা মমতার

বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কতটা বাড়লে মাইনে? ফেব্রুয়ারিতেই কি মিলবে অতিরিক্ত টাকা! দারুণ খুশির খবর শোনাল রাজ্য সরকার। জানুন বিস্তারিত।

Parna Sengupta | Published : Jan 22, 2025 11:03 AM
110

ডিএ এর পরিমাণ বৃদ্ধি না করলেও ধাপে ধাপে সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা এসেই চলেছে।

210

বেশ কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার সেই দাবিতে সাড়া দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কতটা বাড়লে মাইনে?

310

সেই সঙ্গে প্রশ্ন উঠছে কারা পাবেন এই অতিরিক্ত টাকা

410

জানা গিয়েছে আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে বেতন পাওয়া যাবে।

510

কিছুদিন আগেই যেখানে মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল সেখানে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর খুশি সরকারি কর্মীরা।

610

ইতিমধ্যেই বেতন বৃদ্ধির সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ৩% হারে বৃদ্ধি করা হচ্ছে।

710

সহায়ক/সহায়িকা পদের বেতন ১১,২৫৫ টাকা থেকে বেড়ে ১১,৫৯৩ টাকা হল। মুখ্য সহায়ক বা সহায়িকা পদের বেতন ১১,৬৩৮ টাকা থেকে বেড়ে ১১,৯৮৭ টাকা হল।

810

সম্প্রসারক বা সম্প্রসারিকা পদের ক্ষেত্রে বেতন ১৪,৬৩২ টাকা থেকে বাড়িয়ে ১৫,০৭১ টাকা করে দেওয়া হল। আর মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকাদের বেতন ১৫,৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ১৬,২৩১ টাকা করে দেওয়া হল।

910

খুব বেশি বৃদ্ধি না হলেও দীর্ঘদিন পর বেতন বাড়ানোর সিদ্ধান্তে খুশি কর্মীরা।

1010

বর্তমানে বাংলায় শিশু শিক্ষা কেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK) মিলিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। মঙ্গলবার তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos