৩ হাজার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়বে। যতদিন বাঁচবেন ততদিন মহিলারা এই ভাতা পাবেন। তবে কত টাকা বাড়বে তা এখনও স্পষ্ট নয়।
Sayanita Chakraborty | Published : Jan 22, 2025 7:11 AM
110

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন।

210

রাজ্য বাসীর সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন নানান পদক্ষেপ। বাচ্চা থেকে বৃদ্ধি সকলকে প্রতি মাসে দিচ্ছেন ভাতা।

310

বৃদ্ধদের জন্য যেমন চালু করেছেন বার্ধ্য ভাতা। কিংবা বিধবাদের জন্য আছে বিধবা ভাতা। এরই সঙ্গে পডুয়াদের জন্য রয়েছ কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্প।

410

এবার এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলারা এই প্রকল্পের দরুন ১০০০ থেকে ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

510

প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পারেন।

610

এবার বাড়তে চলেছে সেই ভাতা। এক ধাক্কায় ৩ গুণ হবে বলে শোনা যাচ্ছিল।

710

বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডার ৩০০০ টাকা করা নিয়ে দাবি উঠেছি। এই নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।

810

সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। মা বোনেদের এটা ভাণ্ডার।

910

তিনি আরও বলেন, এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। তবে কত টাকা বাড়বে তা ঘোষণা করে নি। কিন্তু সকলেই আশা কর

1010

তিনি আরও বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়তে দিন। মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos