ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে ৩০০০ টাকা! দুর্দান্ত ঘোষণা! এভাবে করুন আবেদন

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার নয়া ঘোষণা। ৩০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে। রাজ্যের মহিলাদের সামনে ফেব্রুয়ারিতেই দারুণ সুযোগ।

Parna Sengupta | Published : Jan 21, 2025 11:31 AM
114

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা।

214

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

314

রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

414

সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।

514

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

614

এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

714

তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে।

814

আবারো শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে।

914

এর ওপর জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা করে।

1014

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না।

1114

তবে ফেব্রুয়ারি থেকেই কম নয় ৩ হাজার টাকা পাবেন সকলে।

1214

একমাত্র আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা।

1314

এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে ৩ হাজার টাকা।

1414

এবার থেকে মাস চালানোর মত টাকা দিচ্ছে তৃণমূল সরকার। দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos