সরকারি কর্মীদের ভাতা বাড়াল নবান্ন! এই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে আরও ৫৫০০ টাকা? জারি বিজ্ঞপ্তি

Published : Apr 30, 2025, 10:13 AM IST

বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার ফের আরেকটি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আরও ৫৫০০ টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে?

PREV
111

এই বছর রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার।

211

মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার ফের ভাতা বৃদ্ধির খবর দিল নবান্ন।

411

সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের একটি বিজ্ঞপ্তি জারি করা হল।

511

এবার নতুন একটি ভাতা বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

611

সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। একধাক্কায় বেশ খানিকটা বাড়ল মাসিক ভাতার পরিমাণ।

711

সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

811

এই সরকারি কর্মীদের মাসিক ৫০০০ টাকা করে ভাতা (Allowance) দেওয়া হতো। তবে এবার একধাক্কায় আরও ৫০০ টাকা বাড়ানো হল।

911

এবার থেকে মাসিক ৫৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা।

1011

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

1111

রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীরা (Government Employees)। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা দেন তাঁরা। এবার এই কর্মীদেরই ভাতা বাড়াল সরকার। বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে।

click me!

Recommended Stories