Second Hooghly bridge: নভেম্বর থেকেই শুরু হতে পারে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ, উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

Published : Aug 19, 2023, 01:09 PM IST
hot weather kolkata bengal heatwave

সংক্ষিপ্ত

দুর্গাপুজো থেকে দ্বীপাবলি পর্যন্ত স্বাভাবিক ভাবেই ট্রাফিকের চাপ বেশি থাকে শহর ও শহরতলিতে। এই পরিস্থিতিতে দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের কাজ শুরু হলে সেখানে যানচলাচল নিয়ন্ত্রিত হবে।

নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। শনিবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। পুজোর আগেই এই সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুজোর মরশুমে এই ধরনের কাজে ঝুঁকি হতে পারে মনে করছে রাজ্য সরকার। দুর্গাপুজো থেকে দ্বীপাবলি পর্যন্ত স্বাভাবিক ভাবেই ট্রাফিকের চাপ বেশি থাকে শহর ও শহরতলিতে। এই পরিস্থিতিতে দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের কাজ শুরু হলে সেখানে যানচলাচল নিয়ন্ত্রিত হবে। যার জেরে চরম যানযট সৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলত উৎসবের মরশুমে ভিড় কেটে যাওয়ার পর নভেম্বর মাসে সেতুর সংস্কারের কাজে হাত দেবে রাজ্য প্রশাসন।

সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকেই পূর্ত দফতরের আধিকারিকরা ছাড়াও ছিলেন রাজ্য প্রশাসনের বরিষ্ঠ পুলিশকর্তারা। এই বৈঠকে সেতু সংস্কার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংস্কারের কাজে কী কী ধরনের সমস্যা আসতে পারে সেই বিষয়ও আলোচনা করা হয়। হাওড়া থেকে কলকাতা ঢোকার অন্যতম প্রবেশ পথ হল এই দ্বিতীয় হুগলি সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে এই পথই ব্যবহার করেন। শুধু তাই নয়, দ্বিতীয় হুগলি সেতু থেকে টোল আদায়ের মাধ্যমেও রাজস্ব আদায় হয়।

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে