১ টানা ২৪ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর , বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ

Published : Aug 12, 2025, 09:44 PM IST

টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। এটি হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের অন্যতম রাস্তা। ২৪ ঘণ্টা বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও ভারী গাড়ি চলাচল করতে পারবে না।

PREV
15
বন্ধ বিদ্যাসাগর সেতু

টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। এটি হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের অন্যতম রাস্তা। ২৪ ঘণ্টা বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও ভারী গাড়ি চলাচল করতে পারবে না। একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। এই সেতুর পরিবর্তে কোন কোনও রাস্তা দিয়ে যান চলাচল করে তাও বলে দিয়েছে পুলিশ

25
পুলিশের বিজ্ঞপ্তি

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি হল শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কোনও পণ্যবাহী গাড়ি শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে চলাচল করতে বারবে না। কলকাতা পুলিশ জানিয়েছে বিদ্যাসার সেতু বন্ধ থাকার জন্য ছোট গাড়ি চলাচল করে হাওড়া ব্রিজ দিয়ে। ভারী গাড়ি চলাচল করে নিবেদিতা সেতু ও বিটি রোড দিয়ে।

35
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণ

সাঁতরাগাছি বাস টার্মিনার্সে কাজ হবে। সেই কারণে স্টিলের সরঞ্জাম নিয়ে যাওয়া হবে বিদ্যাসাগর সেতু দিয়ে। একই সঙ্গে বিদ্যাসাগর সেতুর কেবল ও বল বিয়ারিং সারানো ও তদারকি করা হবে। সেই কারণ ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।

45
বাস চলাচল করবে

২৪ ঘণ্টার জন্য ভারী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি নিয়ে যাওয়া যাবে।

55
পুলিশের বক্তব্য

জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন। হুগলি নদী ব্রিজ় কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে আবার ২৪ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামী শনিবার।

Read more Photos on
click me!

Recommended Stories