নমোর হাত ধরেই গড়াবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর চাকা, কবে উদ্বোধন?

Published : Aug 11, 2025, 08:11 PM IST

Esplaned Sealdah Metro: দীর্ঘ প্রতীক্ষার অবশেষে হতে চলেছে অবসান। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর। কবে উদ্বোধন করবেন নমো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
চালু হচ্ছে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো

আগামী ২২ অগাস্ট এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ইতিমধ্যেই প্রাথমিক তোড়জোড় শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ । তবে এখনও মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি ।

25
শিয়ালদহ মেট্রো নিয়ে বড় পদক্ষেপ

এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে বৌবাজার এলাকায় সুড়ঙ্গপথে ধ্বস ও বারংবার জল বেরিয়ে আসায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথে মেট্রো চালানো সম্ভব হয়নি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করছে ।

35
সবুজ সঙ্কেত মিললেই চলবে মেট্রো

মেট্রো রেল দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মাঝের অংশে সব পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও মিলেছে। অপেক্ষা ছিল শুধু প্রধানমন্ত্রীর দফতরের সবুজ সঙ্কেতের।

45
কবে থেকে চালু হবে মেট্রো?

এবার সেই অপেক্ষার অবসান হয়েছে বলে খবর। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের মেট্রো চলাচল তাই এখন শুধু সময়ের অপেক্ষা।

55
পিছিয়ে গেল নমোর সফরসূচি

এদিকে মোদীর বঙ্গ সফর ফের গেল পিছিয়ে। সূত্রের খবর আগামী ২০ অগাস্ট কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিনই দমদম সেন্ট্রাল জেলের পাশের মাঠে দুটি সভা করার কথাও রয়েছে তার। তবে সরকারি  সূত্রে খবর, সেই সফর  সূচিতে কিছুটা রদবদল হচ্ছে। আগামী ২২ অগাস্ট রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। ওই দিন এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। 

Read more Photos on
click me!

Recommended Stories