বাজেটে DA বৃদ্ধির সঙ্গে সপ্তম পে কমিশনের ঘোষণা? জোড়া সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

Published : Feb 12, 2025, 12:38 PM ISTUpdated : Feb 12, 2025, 02:15 PM IST

রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি, ডিএ এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির সম্ভাবনা। লক্ষ্মীর ভাণ্ডারে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং সপ্তম পে কমিশন গঠনের জোর জল্পনা।

PREV
110

১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। এই বাজেটের দিকে তাকিয়ে সকল রাজ্যবাসী।

210

বিশেষ করে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ থেকে বেতন বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা হয় কি না তা জানতে আগ্রহী সকলে।

310

এদিকে শোনা যাচ্ছে, বাজেটে বিভিন্ন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবে মমতা সরকার।

410

ইতিমধ্যে জানা গিয়েছে, বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

510

এবার এল আরও বড় চমক। শোনা যাচ্ছে, এবার বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করবে সরকার।

610

প্রতি দশ বছর অন্তর পে কমিশন ঘোষণা হয়। শেষ ২০১৫ সালে গঠিত হয়েছিল পে কমিশন। এবার আবারও পে কমিশন গঠনের পালা।

710

শোনা যাচ্ছে, জিনিসের দাম ও মূদ্রাস্ফিতির কথা মাথায় রেখে সপ্তম পে কমিশনের ঘোষণা করতে চলেছে মমতা সরকার।

810

এদিকে বাজেটে DA নিয়েও ঘোষণা হতে পারে। কারণ ডিএ নিয়ে আপাতত কোনও ঘোষণা হয়নি। তা সকলের আশা এবার ঘোষণা হতে পারে।

910

এদিকে বাজেটে বিভিন্ন ভাতা বৃদ্ধির সঙ্গে নতুন কর্ম সংস্থানের কথা ঘোষণা হতে পারে। বলে জানা গিয়েছে।

1010

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই পেশ হবে রাজ্য বাজেট।

click me!

Recommended Stories